প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে জটিলতার পর শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই পরিকল্পনা থেকে সরে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এরইমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
জানা গেছে প্রস্তুতি ম্যাচের দুই দিন মানে ২২ ও ২৩ আগষ্ট স্টিভেন স্মিথরা অনুশীলন করবেন মিরপুরের একাডেমি মাঠে।
প্রথমে এই ম্যাচের ভেন্যু হিসেবে উঠে এসেছিল ফতুল্লা স্টেডিয়ামের নাম। কিন্তু বৃষ্টিতে পানি জমে যাওয়ায় সেখানে খেলার মতো অবস্থা নেই। এখন পানি কিছুটা শুকিয়ে গেলেও মাঠের বাইরের পরিবেশ নিয়ে উঠেছে প্রশ্ন! এরপর উঠে অাসে বিকেএসপির নাম। কিন্তু দূরত্বের কারণে সেখানে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে রাজি হয়নি অজিরা। সম্ভাব্য আরেকটি ভেন্যু ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় না খেলার সিদ্ধান্ত হয়েছে।
যদিও অস্ট্রেলিয়ান দল বিসিবিকে ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু টেস্ট ভেন্যুতে টেস্টের মাত্র চার-পাঁচ দিন আগে সেটি সম্ভব নয় বলে জানায় বিসিবি।
বিসিবি অবশ্য এরইমধ্যে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। যেখানে টেস্ট দল থেকে বাদ পড়া মুমিনুল হকও আছেন। কিন্তু অস্ট্রেলিয়া না করে দেয়ায় মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাদের।
আগামী ২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
Discussion about this post