ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুখোমুখি হবে আগামী ৫ সেপ্টেম্বর। তার আগে সফরকারীদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এজন্য শনিবার দল ঘোষণা করেছে টাইগারদের বোর্ড। যে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম ও লেগ স্পিনার জুবায়ের হোসেন।
রবিববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে আছেন এনামুল হক, নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদের মতো অভিজ্ঞরা।
নাঈম জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালে। আর গত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে স্রেফ ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাওয়া জুবায়ের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ খেলেন ২০১৫ সালে।
ফারহিদ হোসেন, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র ডাক পেয়েছেন দলে। আছেন মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, মানিক খান, সুমন খানের মতো তরুণরা।
আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই কোন জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার।
বিসিবি একাদশ:
ফারদিন হোসেন, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক, নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, ইরফান শুক্কুর।
Discussion about this post