ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও দলে নেই তিনি। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পুরোটা সিরিজই কি মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে? এই প্রশ্নের মুখে অবশ্য সরাসরি উত্তর মিলছে না। জানা গেছে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে এই ওপেনারকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সবই অনিশ্চিত। তবে মাঠে ফিরতে খুব একটা অপেক্ষা করতে চাইছেন না ড্যাশিং এ ওপেনার। এ কারণে এখন থেকে এ বাঁহাতি চোখ রাখছেন ওয়ানডে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিমাত্র প্রস্তুতি ম্যাচে।
আগামী ৬ ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই খেলতে চান তামিম। এজন্য এখন থেকেই নিজেকে তৈরি করছেন তিনি। আপাতত কয়েকদিন ব্যাট ছেড়ে শুরু রানিংয়ে জোর দিয়েছেন এই ওপেনার। টেস্ট ক্রিকেটের প্রতি আবেগটা তীব্র তামিমের। তারপরও চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি। যে কারণে বেশ হতাশ এ বাঁহাতি। তবে সেটা আসন্ন ওয়ানডে সিরিজে মাঠে নেমেই কাটাতে চান তারকা এ ব্যাটসম্যান।
এদিকে তামিমের ফেরা নিয়ে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মঙ্গলবার বলেন, ‘আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি। ফিজিও, চিকিৎসক চেষ্টা করছেন। পাশাপাশি তামিম নিজেও লড়ে যাচ্ছে। এরপরেও কিছু বিষয় আছে ভাগ্যের ওপর। তবে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবো। আর ও তো অটোম্যাটিক চয়েজ। যখনই সুযোগ থাকবে তখনই ও চলে আসবে। এই টেস্টে তামিমকে পাওয়ার একটি সম্ভাবনা ছিল, এখনও আছে। হয়তোবা সম্ভাবনা খুবই কম। তবে ইনশাল্লাহ ওয়ানডেতে আমরা তাঁকে আমরা পাব।’
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে শুরুর দিকে হাতের আঙুলে চোট পেয়েছিলেন তামিম। তারপর থেকেই রয়েছেন মাঠের বাইরে। সেই চোট কাটিয়ে ফেরার জন্য যখন প্রস্তুত তখনই সাইড স্ট্রেইন নিয়ে চলে যান মাঠের বাইরে।
Discussion about this post