- টেস্টে একশ থেকে একশ। অনায়াসে ২২০ রানে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার ওয়ানডে মিশন। তিন ম্যাচের এই সিরিজের আগে অবশ্য প্রস্তুতি ম্যাচটাও মন্দ কাটল না বাংলাদেশের ক্রিকেটারদের। হাঁটুর চোট কাটিয়ে ম্যাচটা খেললেন তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচে ব্যাটেও রান পেয়েছেন তিনি।
মরিয়া তামিম প্রয়োজনে হাঁটুতে টেপ পেঁচিয়ে হলেও ওয়ানডে সিরিজে খেলতে চাইছেন। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচে দারুণ ইনিংস খেলেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত সফল ব্যাট-বলে।
সুখবর রান পেয়েছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। বুধবার হারারেতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান করে বাংলাদেশ। জবাবে স্বাগতিকরা ১৩০ রান তুলতেই হারায় ৭ উইকেট। ৪০.১ ওভারে তারা ৭ উইকেটে ১৮৯ রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায় আলোকস্বল্পতায়।
ওয়ানডে সিরিজের আগে স্বস্তির খবর ৬২ বলে ৬৬ রান তুলেছেন তামিম। ত্রিশ ছাড়ানো ইনিংস খেলেছেন সাকিব, মিঠুন ও মোসাদ্দেক। এরপর ১৬ রানে ২ উইকেট নেন মোসাদ্দেক। মোহাম্মদ সাইফউদ্দিন ও ইবাদত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট।
কিন্তু প্রস্তুতি ম্যাচের বড় দুঃসংবাদ মুস্তাফিজুর রহমানের ইনজুরি। প্রথম ওভারে পাঁচ বল করার পর ডান পায়ের গোড়ালিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর বোলিং করেননি বাঁহাতি এই পেসার। তাকে নিয়ে চিন্তায় বাংলাদেশ শিবির।
এবার ওয়ানডে মিশন। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। শেষ দুটি ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৬ (তামিম ৬৬, নাঈম ২৫, সাকিব ৩৭, লিটন ২, মিঠুন ৩৯ (স্বেচ্ছাবসর), মোসাদ্দেক ৩৬ (স্বেচ্ছাবসর), আফিফ ২৮, সোহান ১৮, সাইফউদ্দিন ১২*, মিরাজ ৫*; নিয়াউচি ১০-০-৫৩-০, ফারাজ ১০-০-৭৩-২, চিভানগা ৮-১-৪৪-২, চিসোরো ৬-০-২৯-০, বার্ল ৮-০-৫৯-০, মাধেভেরে ৪-০-১২-২, মাসাকাদাজা ৪-০-১৭-০)
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ৪০.১ ওভারে ১৮৯/৭ (মাধেভেরে ১৪, মারুমানি ৯, চিবাবা ১৭, মায়ার্স ৪২, কামুনহুকামউই ০, রাজা ২৪, মারুমা ৫৯*, বার্ল ২, মুটুমবামি ১৬*; মুস্তাফিজ ০.৫-০-৫-০, মোসাদ্দেক ৬.১-১-১৬-২, সাইফউদ্দিন ৭-০-৩৩-২, শরিফুল ৭-০-৩৯-১, তাইজুল ৮-১-৩০-০, ইবাদত ৭.১-০-৩৭-২, আফিফ ৪-০-২৬-০)।
Discussion about this post