সামনেই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি পর্বের শুরুতেই হোচট খেল বাংলাদেশের যুবাদের। বুধবার ডানেডিনে ইউনিভার্সিটি অব ওটাগোর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সাইফ হাসানের দল। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে ১৭০ রানে অলআউট বাংলাদেশ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান তুলেন অধিনায়ক সাইফ হাসান। ৪৪ রান আফিফের। আমিনুল ইসলাম ২২ ও পিনাক ঘোষ করেন ১৪ রান। ওটাগোর পেসার ক্রিস্টি ভিলিওন ৫ উইকেট নিয়েছেন ৩২ রানে।
এরপর জবাব দিতে নেমে ওপেনার ক্রাউডিস (৭৩) ও রাদাফোর্ড (৪৪) পথ দেখান স্বাগতিকদের। শেষদিকে ভিসাভান্দিয়ার অপরাজিত ৩০ রানে ভর করে ১৩.১ ওভার আর ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে ইউনিভার্সিটি অব ওটাগো।
বাংলাদেশের হয়ে রবিউল হক নিয়েছেন ৩টি উইকেট। ডানেডিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেসে গিয়েছিল বৃ্ষ্টিতে।
Discussion about this post