দেশের মাঠে বাংলাদেশ যে ভয়ঙ্কর এক প্রতিপক্ষ সেটা ভাল করেই জানা আছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। তাইতো ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠার আগে চ্যালেঞ্জের কথাটা জানিয়ে রাখলেন অজি ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত পৌনে এগারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। তার আগে দলের ক্রিকেটার নাথান লায়ন ইনস্টাগ্রামের ছবি ট্যাগ করে লিখলেন, ‘ঢাকা, আমরা আসছি।’
দুই টেস্টের সিরিজ খেলতে নামার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে অজিরা। সেটাতেই আপাতত চোখ অধিনায়ক স্টিভেন স্মিথের। অস্ট্রেলিয়া ছাড়ার আগে তিনি জানিয়ে রাখলেন, ‘নিজের কন্ডিশনে তারা খুবই ভালো দল। খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সিরিজ। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ওখানে কিছু সময় কাটাতে পারি আর সেই কন্ডিশনে খেলতে পারি। যেন দেখাতে পারি ভারত থেকে আমরা কি শিখেছি।’
উপমহাদেশে স্পিন নির্ভর উইকেটের কথা জানা আছে স্মিথের। এজন্য দুই স্পিনার নিয়ে একাদশ সাজাতে চাইছেন তিনি। বলছিলেন, ‘আবহাওয়া যদি ভালো থাকে, তবে আমরা এমন উইকেট পেতে যাচ্ছি যা স্পিন করবে। সেই ক্ষেত্রে বলতে দ্বিধা নেই দুই স্পিনার নিয়ে নামব আমার।’
এক্ষেত্রে দুই স্পিনার খেলালে নাথান লায়নের সঙ্গে দেখা যাবে অ্যাশটন অ্যাগারকে। আবার উসমান খাওয়াজার ওপরও চোখ আছে স্মিথের।
২০০৬ সালের পর আবার টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচের পর আগামী ২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
Discussion about this post