একেবারে আচমকা ঘঠনা ঘটল! এইতো একদিন আগেই বড় ভাই মারা গেছেন তার। সেই মৃত্যুশোক সইতে না পারলেন না তিনি। ২৪ ঘণ্টা না যেতেই আহসান জহিরও চলে গেলেন না ফেরার দেশে। মারা গেলেন ৬০ বছর বয়সে।
এ প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের কাছে নামটা অবশ্য একেবারেই অপরিচিত। কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে যারা এ পর্যায়ে নিয়ে এসেছেন তাদের অন্যতম তিনি। তিনিই বাংলাদেশ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। এইতো শনিবার বড় ভাইয়ের জানাযার সময় হঠাৎ বুকে অসহনীয় ব্যথা অনুভব করেন এই সাবেক ক্রিকেটার। আর সেটাই তার জীবন কেড়ে নিল। হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন আহসান জহির। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও কন্যা সন্তানকে।
তিনি অবশ্য জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তবে বাংলাদেশ ক্রিকেটের অনন্য এক রেকর্ডের মালিক আহসান জহির। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ব্যাটসম্যান আহসান জহির।
বঙ্গবন্ধু স্টেডিয়াম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার হয়ে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। সেটা ১৯৭৫ সালের ১৩ মার্চের ঘঠনা। দেশের ক্রিকেট ইতিহাসে প্রতিযোগিতামুলক ক্রিকেটে সেটাই ছিল কোন ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি।
ক্লাব ক্রিকেটে প্রায় দুই দশক ধরে আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারাস, সূর্যতরুণ, উদিতি ও শান্তিনগরের হয়ে খেলে গেছেন আহসান জহির।
Discussion about this post