ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে কেউ গোনায় ধরেনি। কিন্তু সেই দুটি দলই আজ রাত ৮টায় এ টুর্নামেন্টের ফাইনালে খেলবে। এখন পর্যন্ত অবশ্য উভয় দলই পায়নি কুড়ি ওভারের ক্রিকেটের বিশ্ব জয়ের স্বাদ। তাই আজ দুই দলই মরিয়া ‘প্রথম’ শিরোপা জিততে।
বিশ্বকাপের শুরুটা এবার ভাল ছিল না নিউজিল্যান্ডের। পাকিস্তানের কাছে হেরেছিল দলটি। অস্ট্রেলিয়া হেরেছিল নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। সুপার টুয়েলভের লড়াইয়ে ধারাবাহিক জয়ের পাশাপাশি রানরেটের ম্যারপ্যাচেও হিসেব রাখতে হয়েছিল তাদের। কোনো অঘটন না ঘটিয়ে দুই দল শেষ পর্যন্ত নিশ্চিত করে সেরা চারে।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে হট ফেভারিট পাকিস্তান। বিশ্বকাপের শুরু থেকে ইংল্যান্ডকে ফেভারিট ভাবা হচ্ছিল। আর পাকিস্তান যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে তাদেরকে স্রেফ ভয় পাচ্ছিল বাকিরা। কিন্তু শেষ পর্যন্ত নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া পাশার দান উল্টে দেয়। দুই দলই প্রায় একই রকম টার্গেট তাড়া করে জয় পায় ৫ উইকেটে।
ফাইনালের আগে দুই দল আত্মবিশ্বাসে ভরপুর। তবে অতীত রেকর্ডে নিউ জিল্যান্ড কিছুটা আত্মবিশ্বাস পেতে পারে। বিশ্বকাপের একবারই মুখোমুখি হয়েছিল তারা। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে জয় পেয়েছিল নিউ জিল্যান্ড। তবে মুখোমুখি লড়াইয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার পক্ষে। ১৪ বারের দেখায় ৯টি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। ৫টিতে নিউ জিল্যান্ড।
তবে রেকর্ড শুধুমাত্র যে সংখ্যা তা কে না জানে! এজন্যই তো রেকর্ড নিয়ে মাতামাতি নেই কারো। আজ দাপট দেখিয়েই দুই দলই চায় শিরোপা ছুঁতে। যদিও দিন শেষে শিরোপা আনন্দে মাতবে একটি দেশ।
সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক) , প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, ডেরিয়েল মিচেল, কেন উইলিয়ামসন(অধিনায়ক), ডেভন কনওয়ে(উইকেটরক্ষক), গ্লেন ফিলিপ্স, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, এডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
Discussion about this post