ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ধর্মঘট শেষে মাঠে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভারত সফরের অনুশীলন পূর্ব নির্ধারিত সময়ে শুরু হয়েছে শুক্রবার। তবে বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের ক্যাম্পে দেখা যায়নি টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। তাকে ছাড়াই তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা স্কিল ট্রেনিংয়ে অংশ নিয়েছেন।
ছুটির দিনে অনুশীলন ক্যাম্পে সবার আগে আসেন মুশফিকুর রহিম। তারপর মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালসহ অন্যরা। ইনডোরে ও মূল মাঠে একের ধাপে অনুশীলন করেন তারা। কিন্তু সাকিব কেন নেই সেটা নিশ্চিত করতে পারেননি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
তামিম ইকবাল ভারত সফরের একটা অংশে ছুটি নিতে পারেন। এ কারণে তার ব্যাকআপ হিসেবে রয়েছেন ইমরুল কায়েস। সাড়ে তিন বছর পর জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া আল আমিন আর আরাফাত সানিও অনুশীলন করছেন দলের সঙ্গে। পিঠের চোটের কারণে ভারত সফরে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু তিনিও এক ফাঁকে এসেছিলেন দলের অনুশীলন দেখতে। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে কথাও বলেন এ অলরাউন্ডার।
ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনেই তাদের সঙ্গে যোগ দেন ছুটি কাটিয়ে আসা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট।
শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে ঢাকায় দেশে এসে পৌঁছান নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার এবং সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। বিকেলে শিষ্যদের নিয়ে মিরপুরে কাজ শুরু করেন। কিন্তু প্রথম দিনেই তিনি পাননি সাকিবকে। ১০০ দিনের জন্য টাইগারদের কোচ হয়েছেন ভেট্টোরি।
৩০ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে প্রথমবার পূর্নাঙ্গ সফরে ভারত যাবে বাংলাদেশ দল। সফরে তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩ নভেম্বর। এরপর ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ওই সিরিজের জন্য টেস্ট দল এখনও ঘোষণা করা হয়নি।
ভারত সফরের বাংলাদেশ টি-টুয়েন্টি দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও আল আমিন হোসেন।
Discussion about this post