ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন বেশ ভালই চলছিল। হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে গেল। তিন কোচিং স্টাফ করোনায় আক্রান্ত। ব্যস, এই খবরে নড়েচড়ে বসেন সবাই। এরপর থেকেই হোম অব ক্রিকেটে অনুশীলন বন্ধ। চটজলদি শুরু হয়ে গেল জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন। বিসিবিকে তাই একটু আগেই করোনা পরীক্ষা করতে হচ্ছে। সোমবার ঢাকায় বসবাস করা ১৭ ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছে।
যদিও এর আগে বলা হচ্ছিল করোনার পরীক্ষা হবে তিন ধাপে। কিন্তু পুরো পরিস্থিতি বিবেচনা করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনেও পরীক্ষা চলবে। পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা বুধবার থেকে শুরু অনুশীলনে যোগ দিতে পারবেন।
সোমবার থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের বাসায় গিয়ে চিকিৎসক দল সংগ্রহ করেন নমুনা। কোভিড-১৯ এর পিসিআর ও আরটি টেস্ট করার জন্য স্যাম্পল নেওয়ার সেই ছবি ক্রিকেটাররাও তুলে ধরছেন অন্তর্জালে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আগের পরিকল্পনা অনুযায়ী তিনটি পরীক্ষার চিন্তা ছিল। একটি বাড়ানো হয়েছে। তার অংশ হিসেবে সোমবার ২৪ জনের নমুনা সংগ্রহ করেছি। এর মধ্যে ১৭ জন প্লেয়ার, বাকিরা সাপোর্ট স্টাফ। ঢাকায় থাকা বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নমুনাসোমবার সংগ্রহ করা হবে।’
জাতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ টেস্ট কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ডায়াবেটিস হাসপাতাল (বারডেম) কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কা সফরের জন্য ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করা হবে। ডাক পাওয়া ক্রিকেটাররা চারবার করোনা পরীক্ষা দিয়ে নেগেটিভ হলেই কেবল ২০ সেপ্টেম্বর উঠবেন রাজধানীর একটা পাঁচতারকা হোটেলে। হোটেলে থেকেই কয়েকদিন দলীয় অনুশীলনে অংশ নিয়ে ২৭ সেপ্টেম্বর দল যাবে শ্রীলঙ্কায়। এই সফরে জাতীয় দলের সঙ্গী হবে হাই-পারফরম্যান্স দল (এইচপি)।
Discussion about this post