রাজধানী ঢাকার সঙ্গে মানিয়ে নেয়া মানুষদের জন্য ক্রাইস্টচার্চ এক অচেনা শহর। কোন কিছুরই মিল নেই। তাইতো দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় লেখা হয়েছে, ”ভূতের বাড়িতে’ বাংলাদেশ দল।” এমনই আসলে হওয়ার কথা। সাউথ আইল্যান্ডের বেশ বড় শহর ক্রাইস্টচার্চ। কিন্তু এখানকার ১হাজার ৪২৬ কিলোমিটার আয়তনে জনসংখ্যা মাত্র তিন লাখ ৭৫ হাজার। সেই শহরে সোমবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
ভিন্ন কন্ডিশনে এমন একটা লড়াইয়ের আগের বেশ আত্মবিশ্বাসী টাইগার শিবির। প্রথমে অস্ট্রেলিয়ায় ৯ দিনের কন্ডিশনিং ক্যাম্প। এরপর নিউজিল্যান্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। যদিও সেখানে সাফল্য-ব্যর্থতা দুটোই সঙ্গী হয়েছে টাইগারদের।
তবে নিকট অতীতের সাফল্যই মাশরাফিদের ভাল কিছু করার প্রেরনা দিচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৮টি ওয়ানডের ৭টিতেই জিতেছে বাংলাদেশ। সঙ্গে ঘরের মাঠে দু’বার হোয়াইট ওয়াশের তৃপ্তি!
রোববার মাঠে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আত্মবিশ্বাসী কথাই শোনালেন। উইকেট নিয়ে ম্যাশ জানালেন, ‘এটি ব্যাটিং উইকেট। ২৮০ থেকে ৩০০ স্কোর হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হবে।’
সোমবারের ম্যাচে মুস্তাফিজ খেলবেন কীনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে দল। দলে তিন পেসার খেলালে স্পিনার মোসাদ্দেক হোসেন মাঠে থাকবেন।
Discussion about this post