ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন ক্যান্সারে। তার চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছিল বিসিবি। কিন্তু সেই সহযোগিতা না নিয়েই এবার চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির। সোমবার সকালে ধানমন্ডির একটি হাসপাতালে মারা গেছেন অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন সাবেক এই ক্রিকেটার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইতিহাস জানাচ্ছে-১৯৭৭ সালে সফরকারী এমসিসি দলের বিপক্ষে তখনকার বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটিই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ।
যদিও এমসিসির বিপক্ষে খেলার আগে যে ৪৫ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প ছিলেন না শামিম কবির। কারণ তিনি প্রায় অবসরে চলে গিয়েছিলেন। কিন্তু এরপর তিনিই হয়ে যান অধিনায়ক। সেই ম্যাচকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ‘আনঅফিসিয়াল টেস্ট’ হিসেবে বিবেচনা করা হয়।
শামিম কবির তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন আজাদ বয়েজে। সর্বজন শ্রদ্ধেয় সাবেক এ ক্রিকেটার ছিলেন ওপেনার। ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও নিজেকে খেলাটির সঙ্গে জড়িয়ে রেখেছিলেন। বাংলাদেশ টেস্ট মর্যাদা অর্জনের পর জাতীয় দলের ম্যানেজারের ভুমিকায় দেখা গেছে তাকে।
শামিম কবিরকে গ্রামের বাড়ি ঘোড়াশালে দাফন করা হবে। সাবেক এই অধিনায়কের দুই ছেলে আমেরিকায় থাকেন। তারা দেশে ফিরলে তারপর দাফনের তারিখ আর সময়সূচি জানানো হবে।
প্রথম অধিনায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যা যা করা প্রয়োজন সব করা হবে।’
Discussion about this post