বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। তিনি চার বিরতির সময় ইনিংস ঘোষণা করায় ওপেনিংয়ে নামা হয়রনি তামিম ইকবালের। প্রোটিয়া ক্যাপ্টেন নিশ্চয়ই খেয়াল করেছিলেন চা বিরতির আগে মাঠে নেই তামিম। যে কারণে চট জলদি ৩ উইকেট ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ফেলেন।
চা–বিরতির আগে তামিম ৪৯ মিনিট মাঠের বাইরে ছিলেন। তিনি ভাবতেও পারেননি সেই বিরতিতেই হুট করে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করবে। নিয়ম অনুযায়ী তামিম যতক্ষণ মাঠের বাইরে ছিলেন, ঠিক ততক্ষণ তিনি ব্যাটিংয়ে নামতে পারবেন না! যে কারণে বাধ্য হয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওপেন করতে পাঠায় লিটনকে। তামিমের জায়গায় ইমরুলের সঙ্গে প্রথমবারের মতো টেস্টে ওপেন করতে নামেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
শুক্রবার লিটনের ওপেনিংয়ে নামাটা সহজ ছিল না। ওপেন করতে নামেন ১৪৬ ওভার কিপিং করার ক্লান্তি নিয়ে। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিং করতে পারলেন না তামিম। চারে নেমে দিন শেষে ২২ রানে অপরাজিত তিনি। সঙ্গে মুমিনুল হক আছেন ২৮ রানে। সব মিলিয়ে টাইগাররা ১ম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২য় দিন শেষে তুলেছে ১২৭ রান। লিটন দাস ওপেনিংয়ে নেমে করেন ২৫ রান। আর ইমরুল কায়েস ৭।
সব মিলিয়ে ড্রাইভিং সিটে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টাইগারদের ১ম ইনিংস থেকে ৩৬৯ রান এগিয়ে তারা।
Discussion about this post