ক্রিকবিডি২৪ডটকম
দীর্ঘ ৭৭ বছরের প্রতীক্ষার অবসান হল এবার। নিজেদের দেশের গ্র্যান্ড স্ল্যাম, অথচ এখানে দাপট নেই কোন ব্রিটিশের। সেই ১৯৩৬ সালের পর থেকেই দুঃখটা বয়ে বেড়াচ্ছিল তারা। ফ্রেড পেরির পর এবার সেন্টার কোর্টে ঝড় তুললেন অ্যান্ডি মারে। ফের উইম্বলডন জিতল কোন ব্রিটিশ পুরুষ। এটি মারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি।
১৯৩৬ সালে সর্বশেষ জিতেছিলেন ব্রিটিশ খেলোয়াড় পেরি। রোববার অপেক্ষার ইতি টেনে ফের ব্রিটিশদের আনন্দে ভাসালেন মারে।
২৬ বছর বয়সী এই স্কটিশ সেন্টার কোর্টে উইম্বলডনের ফাইনালে একেবারে অনায়াসে হারালেন নোভাক জোকোভিচকে। নাম্বার ওয়ানের বিপক্ষে জেতেন সরাসরি ৬-৪, ৭-৫ ও ৬-৪ গেমে। স্বপ্ন পূরন হল মারের, একইসঙ্গে ব্রিটিশদেরও।
ফাইনাল শেষে স্বপ্নের উইম্বলডন ট্রফি হাতে যেমনটা বলছিলেন ২৬ বছর বয়সী মারে, ‘আমি জানি উইম্বলডনে একজন ব্রিটিশকে চ্যাম্পিয়ন দেখার জন্য প্রত্যেকে অধীর হয়ে ছিল। আমি নিশ্চিত এখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।’
স্বস্তির সঙ্গে এখন প্রশংসা বন্যায়ও ভেসে যাচ্ছেন অ্যান্ডি মারে।
Discussion about this post