অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত প্রথম দুই ম্যাচের দলে আছেন তিনি। তাকে রেখে রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তারপর থেকে গত প্রায় তিন বছর ছিলেন ওয়ানডে দলের বাইরে এনামুল হক। অথচ ঘরোয়া লিগে দারুণ ছন্দে ছিলেন তিনি। অবশেষে প্রতীক্ষার অবসান। আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন কুষ্টিয়ার এ ক্রিকেটার। তার সঙ্গে দলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন, আবুল হাসান ও সানজামুল ইসলাম।
অফ ফর্মের কারণেই বাদ পড়েছেন সৌম্য ও তাসকিন। মুমিনুল এমনিতেই ওয়ানডের জন্য বিবেচিত হননি। লিটন দাসের জায়গা হারিয়েছেন ব্যাটে রান না থাকার কারণে।
এনামুলের জাতীয় দলের দরজা খুলে যায় জাতীয় লিগে দুটি ডাবল সেঞ্চুরিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬১৯ রান করায়। গত ঢাকা প্রিমিয়ার লিগে এ ডানহাতি ওপেনার ৩৭.২৫ গড়ে করেন ৫৯৬ রান। ২০১৪ সালের পর আবারও জাতীয় দলে ফিরলেন মিঠুন। মূলত গেল বিপিএলের পারফরম্যন্সই (৩২৯ রান) এ ডানহাতিকে ফেরালো লাল-সবুজরে জার্সিতে। আবুল হাসান রাজুও লম্বা বিরতি দিয়ে ফিরলেন মূলত তার সুইং আর স্লোয়ার ডেলিভারির জন্য।
১৬ সদস্যের দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দীন, সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।
Discussion about this post