প্রথম ইনিংসের ব্যর্থতা পিছু ছাড়ল না দ্বিতীয় ইনিংসেও। এবার অলআউট ১৫২ রানে। তাতেই ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের কাছে তিন দিনেই হারল বাংলাদেশ এ’ দল। তাও আবার ৩৫১ রানের বিশাল ব্যবধানে।
সফরের প্রথম চারদিনের এই ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে ১ম ইনিংসে নাসির হোসেনের দল করেছিল ১৪০ রান। খেলেছিল ৪১.৪ ওভার। ২য় ইনিংসে আরো আগেই সাজঘরের পথ ধরেন ব্যাটসম্যানরা। ৩৮.২ ওভারে শেষ ইনিংস।
বার্বাডোজের লুকাস স্ট্রিটের উইন্ডওয়ার্ড পার্কে বুধবার জয়ের জন্য ৫০৪ রানের বিশাল দাড় করায় এ’ দলের সামনে। জয় দুরে থাক, লড়াইটাও করতে পারল না সফরকারীরা।
দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শামসুর রহমান শুভ। ২৩ রান নুরুল হাসানের। কিছুটা সময় উইকেটে থাকলেন মুমিনুল হক (২২)।
বাকীরা উইকেটে আসলেন আর গেলেন!
এর আগে হাই পারফরম্যান্স সেন্টার ৮ উইকেটে ৩৫১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
২ জুন দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু হবে। ভেন্যু ব্রিজটাউন।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার: ১ম ইনিংসে ২৯২/১০ (ব্ল্যাকউড ১৪০, জনসন ৫৬; তাইজুল ৩/৮৩, রবিউল ৩/৮৬) ও ২য় ইনিংসে ৩৫১/৮ ডিক্লে.(ক্রেইগ ব্রেথওয়েইট ১৬৪, কার্টার ৪৯; তাইজুল ৩/৯৫, রবিউল ২/৬৪)
বাংলাদেশ এ’ ১ম ইনিংসে: ১৪০/১০ (ইমরুল ৩২, মুক্তার ৩১, শামসুর ২৮; কার্লোস ব্রেথওয়েইট ৪/৪৫) ও ২য় ইনিংসে ১৫২/১০ (ইমরুল ৫, শামসুর ৩৩, মার্শাল ১৮, মুমিনুল ২২, নাঈম ০, নাসির ৩, নুরুল ২৩, মুক্তার ২০, তাইজুল ৪, রবিউল ১, শুভাশীষ ২; কামিন্স ৪/৪০)
ফল: হাই পারফরম্যান্স সেন্টার ৩৫১ রানে জয়ী
ম্যাচসেরা: জেরেমাইন ব্লাকউড
###################################
১৪০ রানে অলআউট নাসিরের দল
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ম্যাচেই চাপে পড়ল বাংলাদেশ এ’ দল। স্বাগতিক হাই পারফরম্যান্স সেন্টারকে ১ম ইনিংসে ২৯২ রানে অলআউট করে স্বস্তিতে ছিল নাসির হোসেনের দল। কিন্তু নিজেরা ব্যাট করতে নেমে ১ম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট। চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ২য় ইনিংসে করেছে ২ উইকেট হারিয়ে ১৭০ রান। সংগতভাবেই চাপে পড়ে গেল এ’ দল।
অথচ মঙ্গলবার বার্বাডোজের লুকাস স্ট্রিটের উইন্ডওয়ার্ড পার্কে শুরুটা ভালই হয়েছিল সফরকারীদের। ৬৬ রানের উদ্বোধনী জুটি। ইমরুল কায়েস ৩২ ও শামসুর রহমান ২৮ রান। কিন্তু এরপরই চলল ব্যাটসম্যানদের উইকেটে আসা আর যাওয়ার খেলা।
অধিনায়ক নাসির ফিরে গেলেন শুন্য রানে। মমিনুল হক ১০। আর মুক্তার আলীর ব্যাট থেকে এল ৩১ রান।
সংক্ষিপ্ত স্কোর-
হাই পারফরম্যান্স সেন্টার: ১ম ইনিংসে ২৯২/১০ (ব্ল্যাকউড ১৪০, জনসন ৫৬; তাইজুল ৩/৮৩, রবিউল ৩/৮৬, নাঈম ১/২০, নাসির ১/২৫, শুভাশীষ ১/৪৫)
এবং ২য় ইনিংসে ১৭০/২ (ক্রেইগ ব্রেথওয়েইট ৯৬*, ফুদাদিন ২২, জনসন ৪০*; নাসির ১/২৩, তাইজুল ১/৪৭)
বাংলাদেশ ‘এ’: ১ম ইনিংসে ১৪০/১০ (ইমরুল ৩২, শামসুর ২৮, মার্শাল ৮, মুমিনুল ১০, নাঈম ০, নাসির ০, হাসান ২, মুক্তার ৩১, তাইজুল ১৪, রবিউল ৪*, শুভাশীষ ০; কার্লোস ব্রেথওয়েইট ৪/৪৫, কামিন্স ৩/২৫)
##########################################################
প্রতিপক্ষকে ২৯২ রানে ফেরাল বাংলাদেশ এ’ দল
ওয়েস্ট ইন্ডিজ সফরে চারদিনের ম্যাচের প্রথম দিনটা ভালই কাটল বাংলাদেশ এ’ দলের। প্রথমে ব্যাট করতে নামা হাই পারফরম্যান্স সেন্টারকে ২৯২ রানে অলআউট করল তারা।
বার্বাডোজে এরপর ব্যাট করতে নেমে দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৫ রান করেছে এ’ দল।
সোমবার উইন্ডওয়ার্ড পার্কে টস জিতেন নাসির হোসেন। এরপর তিনি ব্যাটিংয়ে আমন্ত্রন জানান স্বাগতিকদের। সেঞ্চুরি তুলে নেন দলের ওয়ানডাউন ব্যাটসম্যান। জার্মেইন ব্লাকউড। করেন ১৪০ রান। হাফসেঞ্চুরি পেয়েছেন লিওন জনসন।
বাংলাদেশের হয়ে রবিউল ইসলাম ৮৬ রানে নেন ৩ উইকেট। ঘরোয়া ক্রিকেটে সফল তাইজুল ইসলামও নিয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
হাই পারফরম্যান্স সেন্টার: ১ম ইনিংসে ২৯২/১০ (ব্ল্যাকউড ১৪০, জনসন ৫৬; তাইজুল ৩/৮৩, রবিউল ৩/৮৬, নাঈম ১/২০, নাসির ১/২৫, শুভাশীষ ১/৪৫)
বাংলাদেশ এ’: ১ম ইনিংসে ৫/০ (ইমরুল ৪*, শামসুর ০*)
Discussion about this post