কোপা আমেরিকার শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। সেমিফাইনালে অনায়াসে ৬-১ গোলের বড় ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে ফাইনালে উঠে গেল দলটি। ম্যাচে আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। একটি করে গোল মার্কোস রোহো, হাভিয়ের পাস্তোরে, সার্জিও আগুয়েরো এবং গনজালো হিগুয়াইনের। লিওনেল মেসি গোল না পেলেও আক্রমনের প্রানভোমরা ছিলেন তিনিই!
এ অবস্থায় ফাইনালে চিলিকে পাচ্ছে রেকর্ড ১৫ কোপা আমেরিকা জয়ের পথে থাকা আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়েছে তারা।
বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শ্রেষ্টত্বের লড়াইয়ের ফাইনাল ম্যাচ।









Discussion about this post