ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মনে হচ্ছিল হারতেই যাচ্ছে শ্রীলঙ্কা। ম্যাচে পুরো দাপট ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু কে জানতো শেষ উইকেট জুটিতে এমন বিস্ময় অপেক্ষা করছে? কুসল পেরেরার বীরত্বে রোমাঞ্চ ছড়ানো এক জয় পেল অতিথিরা। দশম উইকেটে বিশ্ব ফার্নান্দোর সঙ্গে বিশ্ব রেকর্ড গড়া জুটি গড়েন পেরেরা। আর ডারবান টেস্টে ১ উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
টেস্টের চতুর্থ দিনে ৩০৪ রানের লক্ষ্যে রীতিমতো চমকে দিয়েছে লঙ্কানরা। এবার নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দ্বিতীয়বার টেস্ট জিতেছে দলটি। ২০১১ সালে এই ডারবানেই মিলেছিল সাফল্য।
কুসল পেরেরা প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাট করলেন। ক্যারিয়ার সেরা ১৫৩ রানে অপরাজিত থেকে হাসিমুখে মাঠ ছাড়েন তিনি। যা কীনা দক্ষিণ আফ্রিকায় কোন শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস।
দশম উইকেটে বিশ্বরেকর্ড পেরেরা ও ফার্নান্দো গড়েন বিশ্বরেকর্ড। তুলেন ৭৮ রান। অবশ্য এরমধ্যে ফার্নান্দোর ব্যাট থেকে আসে ২৭ বলে মাত্র ৬। বুঝতে বাকী থাকে না একাই পেরেরা পথ দেখালেন। জয় নিয়ে মাঠ ছাড়া দশম উইকেট জুটিতে রেকর্ড পাকিস্তানের ইনজামাম-উল-হক ও মুশতাক আহমেদের। ১৯৯৪ সলে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে শেষ উইকেট তারা তুলেন ৫৭ রান।
৩ উইকেটে ৮৩ রান টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ওশাদা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা দ্রুত ফিরলে হাল ধরেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুসল পেরেরা । তারা করেন ৯৬ রান। ৭৯ বলে ৪৮ রানে ফিরেন ডি সিলভা। এরপর সুরঙ্গা লাকমল, লাসিথ এম্বুলদেনিয়া ও কাসুন রাজিথা ফিরলে এগার নম্বর ব্যাটসম্যান বিশ্ব ফার্নান্দোকে হাল ধরেন কুসল। শেষ উইকেটে তুলেন রেকর্ড ৭৮ রান ।
১৪৬ বলে কুসল পেরেরা করেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১৫৩ রান তোলা এই ব্যাটসম্যানই টেস্টের সেরা। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
বৃহস্পতিবা দ্বিতীয় ও শেষ টেস্ট পোর্ট এলিজাবেথে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৩৫/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯১/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২৫৯/১০
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৮৫.৩ ওভারে ৩০৪/৯ (ওশাদা ৩৭, কুসল পেরেরা ১৫৩*, ডিকভেলা ০, ডি সিলভা ৪৮, লাকমল ০, বিশ্ব ৬*; স্টেইন ২/৭১, ফিল্যান্ডার ১/১৩, মহারাজ ৩/৭১, রাবাদা ১/৯৭, অলিভিয়ের ২/৩৫)
ফল: শ্রীলঙ্কা ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কুসল পেরেরা
Discussion about this post