হঠাৎ করেই ফরচুন বরিশাল শিবিরে দুঃসংবাদ! বিপিএল ফাইনালের আগে পেটের পীড়ায় আক্রান্ত দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ কারণেই বৃহস্পতিবার ফাইনালের আগের দিন দলীয় অনুশীলনেও আসেননি তিনি। এমন কী অফিসিয়াল ফটোসেশনে ছিলেন না সাকিব।
সাকিবের পরিবর্তে অংশ নিয়েছেন সহ-অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বিপিএলের ট্রফি উন্মোচন করেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমের ফাইনাল ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার। সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে এখন তা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। মিরপুরের শেরেবাংলায় ফাইনাল শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।
তার আগে বরিশালের অধিনায়ক ছিলেন মাঠের বাইরে। যদিও বড় কোন শঙ্কা নেই। সোহান জানিয়ে দিলেন, সকালে সাকিবকে জিম করতে দেখেছেন। এরপরই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাকে হোটেলে রেখে মাঠে অনুশীলন করতে চলে আসেন বাকি ক্রিকেটাররা।
সাকিব দারুণ ছন্দে আছেন চলতি বিপিএলে। ১০ ম্যাচে তুলেছেন ২৭৭ রান। বল হাতে নিয়েছেন ১৫ উইকেট।
বরিশালের আট জয়ের পাঁচটিরই নায়ক বরিশালের অধিনায়ক। সাকিব ঢাকার জার্সিতে ২০১৩ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হন। আর ২০১৭ ও ২০১৯ সালে একই দলের হয়ে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। এবার ফের ফাইনালে তিনি। এবার পারবেন তো সাকিব?
Discussion about this post