দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে শেষ হয়েছে মিরপুর টেস্ট। আড়াই দিনে শ্রীলঙ্কার কাছে হারের পর আইসিসি আইসিসি র্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়েছে। বোলাররা দুই টেস্টের সিরিজে বেশ ভালই করেছে। আবার ব্যাটসম্যানরা দ্বিতীয় টেস্টে হতাশ করেছেন। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। মিরপুরে দুই ইনিংসে দারুণ বোলিংয়ে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান ১০ ধাপ এগিয়েছেন। কাটার মাস্টার এখন ৪৯তম স্থানে। দুই ইনিংসে ৪টি করে উইকেট নেয়া তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা ৩৪তম স্থানে।
তবে খেলতে না পারলেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন সাকিব আল হাসান।
আবার র্যাঙ্কিংয়ে ফিরে এসেছেন চার বছর পর দলে ফেরা আব্দুর রাজ্জাক।পাঁচ উইকেট নিয়ে আছেন ৯৫তম স্থানে।
অন্যদিকে পিছিয়ে ব্যাটসম্যানরা। বিশেষ করে তামিম ইকবাল। ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ এই ওপেনার ৫ ধাপ পিছিয়ে নেমেছেন ২৬ নম্বরে। আর মুশফিকুর রহীম তিন ধাপ পিছিয়ে নেমেছেন আটাশ নম্বরে। তিন ধাপ পিছিয়ে তিরিশে আছেন মুমিনুল হক। মাহমুদউল্লাহ ৫৪তম স্থানে।
Discussion about this post