ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরেক বিতর্ক পিছু নিয়েছে সাকিব আল হাসানের। গত ১২ নভেম্বর কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যান এই তারকা ক্রিকেটার। খবর চাওর হয়েছিল-বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার কালীপূজার উদ্বোধন করেছেন। কিন্তু খবর উড়িয়ে দিয়ে সত্য প্রকাশ করলেন এই তারকা ক্রিকেটার।
সোমবার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাকিব এনিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন। এমন কী দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান তিনি।
সাকিব আল হাসান বলেন, ‘দুটো বিষয় পরিষ্কার করার জন্য এই ভিডিও। প্রথমটি ফোন ভাঙা নিয়ে। দ্বিতীয় বিষয়টি খুবই সংবেদনশীল। আমি নিজেকে একজন গর্বিত মুসলিম মনে করি। সেটা পালন করারও চেষ্টা করি। তবে ভুল-ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। ভুল-ক্রুটি হবেই। আমার কোন ভুল হয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করছি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা চাইছি।’
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান আরও বলেন, ‘সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে এসেছে, আমি পূজার উদ্বোধন করেছি। যেটার জন্য আমি আসলে কলকাতা যাইনি, পূজার উদ্বোধনও করিনি। আমন্ত্রণপত্র দেখলে এটার প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। পূজার উদ্বোধক ছিলেন ফিরহাদ হাকিম। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীর কলকাতা পৌরসভার প্রশাসনিক প্রধান। আমি ওই অনুষ্ঠানে যাওয়ার আগেই তিনি পূজার উদ্বোধন করে গেছেন।’
ঘটনা নিয়ে এই টাইগার ক্রিকেটার আরও বলেন, ‘সেই অনুষ্ঠানের মঞ্চের পাশেই পূজামণ্ডপ ছিল। গাড়িতে আমার ওঠতে হবে, অনেকগুলো রাস্তা বন্ধ ছিল। তাই পূজামণ্ডপ পার হয়েই আমার যেতে হতো। যাওয়ার সময় পরেশ দা; যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার অনুরোধে আমি প্রদীপ প্রজ্বলন করি। যেহেতু আমি কলকাতায় অনেকদিন খেলেছি, কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করেন। তাই সবার অনুরোধে সেখানে ছবি তুলতে দাঁড়াতে হয়।’
সাকিব আরও বলেন, ‘অনেকদিন যেহেতু কলকাতায় খেলেছি। ওখানে অনেক পরিচিত আছেন। তাদের অনুরোধে পরশদার সঙ্গে সেলফি তুলেছি। অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নিয়ে কোন কথা হয়নি। অনুষ্ঠানের আয়োজনও তেমন ছিল না। দুই মিনিট মতো পূজা মণ্ডপে ছিলাম। সেজন্য সবাই মনে করছেন, আমি পূজার উদ্বোধন করেছি। যেটি আমি করিনি, সচেতন মুসলমান হিসেবে করবও না। হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। যদি সেটা আপনারা মনে করে থাকেন, অবশ্যই আমি এজন্য দুঃখিত। ভবিষ্যতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় আমি সেই চেষ্টা করবো।’
Discussion about this post