এমন ব্যর্থতার পর আসলে কোন অজুহাত দাড় করানোর থাকে না। দল ৭০ রানে অলআউট। তাতেই ১৭৭ রানের বিশাল এক হার! ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন লজ্জাজনক হারের পর যারপরনাই হতাশ মুশফিকুর রহীম।
হার-জিত খেলারই অংশ। বাংলাদেশ অধিনায়কের মন খারাপ কেউ লড়াইটাই করতে পারল না। শুক্রবার গ্রেনাডার সেন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই বিপর্যয়ের পর হতাশা ঝরল মুশফিকের কথা। ম্যাচ শেষ হতেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বললেন, ‘এটা সত্যিই খুব হতাশাজনক। শুরুতে কয়েকটা উইকেট হারালেও জেতা সম্ভব ছিল। কিন্তু জেতা দুরে থাক আমরা লড়তে পারলাম না। সবচেয়ে হতাশাজনক ব্যাপার হল কেউ উইকেটে থাকতে আর লড়াই করতে চায়নি। এই যন্ত্রনাটাই পোড়াচ্ছে আমাকে।’
ওয়ানডেতে বাংলাদেশ তৃতীয় সর্বনিম্ন রানে আউটের লজ্জা পেল শুক্রবার। অবশ্য সময়টাও ভাল যাচ্ছে না। এ বছর ওয়ানডেতে জয় অধরা হয়েই আছে। এটি দশম পরাজয়।
অবশ্য বোলাররা বেশ ভালই খেলছেন। তাদের নৈপুন্যে খুশি বাংলাদেশ অধিনায়ক। জানালেন, ‘বোলাররা খুব ভালো করেছে। মাশরাফি, রাজ্জাক, আল-আমিন, মাহমুদুল্লাহ শুরু থেকে ভালো করেছে।’
হতাশ হলেও হাল ছেড়ে দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। ঘুরে দাড়ানোর প্রত্যয়ও থাকছে মুশফিকের। জানালেন,
‘দেখুন আত্মবিশ্বাসী থাকতে হবে আমাদের। সেটাই আমাদের ছন্দে ফেরাতে পারে। আশা করছি, পরের ম্যাচে ভালো করতে পারব আমরা।’
২৫ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডে। দুই টেস্ট সিরিজের প্রথমটি ৫ সেপ্টেম্বর শুরু, সেন্ট ভিনসেন্টে।
Discussion about this post