ধর্মীয় উস্কানিমুলক আক্রমণের শিকার হলেন লিটন দাস। ফেসবুকে জাতীয় দলের এই ক্রিকেটারকে বাজে ভাষায় মন্তব্য করলেন বেশ কয়েকজন।
অথচ ঘটনা খুবই স্বাভাবিক। হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে নিজের পেইজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন লিটন কুমার দাস। ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। লিখেন- ”সকল কে জানাই শারদীয় দুর্গা পুজার প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক অনেক আনন্দে ভরে উঠুক
আপনাদের প্রতিটি প্রহর। সবাই সুস্থ থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন।”
কিন্তু এমন স্ট্যাটাসেই ধর্মান্ধদের আক্রমন!
ফেসবুকে কয়েকজনের এমন কান্ডে লিটন ক্ষুব্ধ। দারুণ কষ্ট পেয়েছেন তিনি। তাইতো ফের আরেকটি স্ট্যাটাস দিলেন এই ক্রিকেটার। স্কিনশটে আক্রমনকারীর মন্তব্যটাও তুলে দিলেন।
পাঠক এবার চলুন দেখে নেই লিটনের সেই আক্ষেপ মাখা স্ট্যাটাস-
”দুঃখজনক হলে ও সত্যি যে আমদের বাংলাদেশ এ জনসংখ্যা প্রায় ১৭ কোটি হলেও মনুষ্যত্ব ১৭ হাজার মানুষ এরও নাই। আমি সেই সব মানুষদের বলছি যাদের সকালে ঘুম থেকে ওঠার উদ্দেশ্য থাকে মানুষকে বাজে মন্তব্য করা! গত কালের ১টি পোস্ট ছিল যেখানে সকল কে পুজার শুভেচ্ছা জানিয়েছিলাম,কিন্তু আপনাদের কিছু কিছু মন্তব্য সত্যি অনেক বেদনাদায়ক। আমার সব থেকে বড় পরিচয় আমি একজন বাংলাদেশী,এখানে ধর্ম আমাদের বিভেদ করতে পারে না। যারা এখনও এই সব বিষয়ে বাড়াবাড়ি করেন আমি তাদের বলছি, দয়া করে আমার কোন পোস্ট এ মন্তব্য করবেন না।”
Discussion about this post