ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলতে দেখা গেছে মোহাম্মদ হাফিজের। হয়তো তাই তাকে ‘সি’ ক্যাটাগরির চুক্তির প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ৪০ বছর বয়সী এই ক্রিকেটার ব্যাপারটি মানতে পারেননি। তাই সংস্থাটির ঐ প্রস্তব ফিরিয়ে দিয়েছেন।
টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে হাফিজের। সবশেষ ৯ ইনিংসে করেছেন পাঁচ ফিফটি। এই সময়ে বিশের নিচে আউট হয়েছেন কেবল দুইবার। পিসিবি বুধবার জানায়, ‘সি’ ক্যাটাগরির চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল হাফিজকে। তিনি তা ফিরিয়ে দিয়েছেন।
এদিকে দীর্ঘদিন পর ফেরা ফাওয়াদ আলম পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সে চুক্তিতে উন্নতি হয়েছে কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের। ২০২০-২১ মৌসুমের চুক্তিতে ‘বি’ থেকে রিজওয়ান উঠে এসেছেন ‘এ’ ক্যাটাগরিতে। সর্বোচ্চ এই ক্যাটাগরির চতুর্থ সদস্য হলেন তিনি। আগে থেকে আছেন অধিনায়ক বাবর আজম, সাবেক অধিনায়ক আজহার আলি ও ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।
কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন ফাওয়াদ।
২০২০-২১ মৌসুমে পিসিবির কেন্দ্রীয় চুক্তি:
‘এ’ ক্যাটাগরি: আজহার আলি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি।
‘বি’ ক্যাটাগরি: আবিদ আলি, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, সরফরাজ আহমেদ, শাদাব খান, শান মাসুদ, ইয়াসির শাহ।
‘সি’ ক্যাটাগরি: ফখর জামান, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, নাসিম শাহ, উসমান শিনওয়ারি।
ইমার্জিং ক্যাটাগরি: হায়দার আলি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।
Discussion about this post