এর আগে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ছিলেন দ্বায়িত্বে। পারফরম্যান্স ভাল না হওয়ার পদচ্যুত হয়েছিলেন তিনি। ফের পিটার মুরসেই আস্থা খুঁজছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তিনিই হতে যাচ্ছে দেশটির নতুন ক্রিকেড হেড কোচ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই অ্যালিয়েস্টার ক্যাম্পবেলদের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।
মুরসের সহকারী হিসেবে দেখা যাবে পল ফারব্রেসকে। তিনি এখন শ্রীলঙ্কান ক্রিকেট কোচ। এই দ্বায়িত্বটা ছেড়ে মুরসের ডেপুটি হবেন ফারব্রেস।
এমনিকে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে আরো ছিলেন অ্যাশলে জাইলস, মার্ক রবিনসন, মাইক নিওয়েল এবং ট্রেভর বেলিস।
ধারনা করা হচ্ছিল জাইলসই হবেন অ্যান্ডি ফ্লাওয়ারের উত্তরসুরী। যদিও তা হল না।
http://youtu.be/X9rVpY0nNOw









Discussion about this post