জাতীয় দলের অ্যাসাইনমেন্ট রেখে তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শেষ অব্দি ঠিকই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেন সাকিব আল হাসান। ভারতে থাকতেই খবর পান তাকে ভার্চুয়াল ড্রাফটে কিনে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স।
কিন্তু সাকিব ওই টুর্নামন্টে নাও খেলতে পারেন। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন বলে পিএসএলে নাও যেতে পারেন। স্থগিত হয়ে যাওয়া পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফটে লাহোর কালান্দার্স দলে নিয়েছিল সাকিবকে।
করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া পিএসএল ফের শুরু হতে পারে ২ জুন থেকে। যেখানে শুধু সাকিব নয়, দল পেয়েছেন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ (মুলতান সুলতানস) ও লিটন দাসও (করাচি কিংস)।
করোনার কারণে ঢাকা প্রিমিয়ার লিগের স্থগিত হওয়া আসর হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। সব ঠিক থাকলে মাঠের লড়াই শুরু ৩১ মে। গতবার নিষেধাজ্ঞার কারণে ছিলেন না সাকিব। এবার মোহামেডানের হবে তিনি খেলতে পারেন। মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটো ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘সাকিবের স্বাক্ষরিত এক চিঠি আমরা সিসিডিএমকে (ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস, প্রিমিয়ার লিগে গভর্নিং সংস্থা) দিয়েছি। যেটিতে বলা আছে এ টুর্নামেন্টে সে আমাদের হয়ে খেলতে আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘সাকিব পিএসএলে না খেলে ডিপিএলে আমাদের হয়ে খেলতে চায়। ২০১৯-২০ মৌসুমে নিষেধাজ্ঞার কারণে সে খেলেনি বলে এখন সে একজন ফ্রি ক্রিকেটার। এ টুর্নামেন্টে খেলতে তাই বাধা নেই তার। এখনও বিসিবি অনুমোদন দেয়নি, তবে আশা করছি শীঘ্রই পাব।’
২০১৯-২০ মৌসুমে মোহামেডানের অধিনায়ক ছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব নিয়ে ক্রিকেট ছেড়েছেন এই স্পিনার। রাজ্জাকের পরিবর্তে সাকিবকে দলে নিতে চায় মোহামেডান।
Discussion about this post