করোনা শঙ্কা উড়িয়ে ফের শুরু হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বেশ সফলভাবেই শেষ হলো এই ফ্রাঞ্চইজি লিগ। পেশাওয়ার জালমিকে অনায়াসে হারিয়ে পিএসএলের শিরোপা জিতেছে মুলতান সুলতানস। মধ্যপ্রাচ্যের আবুধাবিতে বৃহস্পতিবার রাতে ষষ্ঠ আসরের ফাইনালে মুলতান তুলে নেয় ৪৭ রানে।
ফাইনালে মাকসুদ ও রুশোর ফিফটিতে দলটি ৪ উইকেটে তুলে ২০৬ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান তুলে জয়ের চ্যালেঞ্জটা নিতে পারেনি পেশাওয়ার। ১৫৯ রানে আটকে যায় তারা।
প্রথমবারের মতো পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেই ট্রফি পেলো মুলতান। শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচে মুলতানের জয়ের নায়ক মাকসুদ ৩৫ বলে করেন ৬৫ রান। আর ২১ বলে ৫০ রান আসে রুশোর ব্যাটে। বোলিংয়ে ইমরান তাহির শিকার করেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
মুলতান সুলতানস: ২০ ওভারে ২০৬/৪ (মাসুদ ৩৭, রিজওয়ান ৩০, মাকসুদ ৬৫*, রুশো ৫০, চার্লস ০, খুশদিল ১৫*; সামিন ৪-০-২৬-২, ইরফান ৪-০-২৭-০, ওয়াহাব ৪-০-৫২-০, বাট ৪-০-৫২-০, ইমরান ৪-০-৪৭-২)
পেশাওয়ার জালমি: ২০ ওভারে ১৫৯/৯ (আকমল ৩৬, জাজাই ৬, ওয়েলস ৬, মালিক ৪৮, রভম্যান ২৩, রাদারফোর্ড ১৮, বাট ৭, ওয়াহাব ০, ইমরান ০, সামিন ৭*, ইরফান ০*; তানভীর ৪-০-৩৫-১, ইমরান খান ৪-১-২৭-২, মুজারাবানি ৪-০-২৬-২, দাহানি ৪-০-৩৮-০, তাহির ৪-০-৩৩-৩)
ফল: মুলতান সুলতানস ৪৭ রানে জয়ী ও চ্যাম্পিয়ন
ম্যাচসেরা: শোয়েব মাকসুদ
টুর্নামেন্টসেরা: শোয়েব মাকসুদ
Discussion about this post