বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা এবার খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অনাপত্তি পত্র (এনওসি) প্রদান করেছে, ফলে নির্দিষ্ট সময় অনুযায়ী তারা লিগে অংশ নিতে পারবেন।
পিএসএলে লিটন দাস খেলবেন করাচি কিংসে। রিশাদ হোসেন আছেন লাহোর কালান্দার্স দলে। আর নাহিদ রানা রয়েছেন পেশোয়ার জালমিতে।
লিটন ও রিশাদ পুরো আসরে অংশ নেবেন। তবে, নাহিদ রানাকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট খেলতে হবে। এরপরই তিনি পিএসএলে দলের সঙ্গে যোগ দেবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিএসএলের এবারের আসর শুরু হবে ১১ এপ্রিল। ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।
Discussion about this post