ক্রিবিডি২৪.কম রিপোর্ট
দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম ও তামিম ইকবাল এরইমধ্যে নিশ্চিত করেছেন তারা খেলছেন না এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অব্যহতি চেয়েছিলেন তারা। আর বোর্ডও বিশ্বকাপ সামনে রেখে তাদের সেই আবেদনে সাড়া দিয়েছে। এমন কী সাকিব আল হাসানেরও খেলা অনিশ্চিত। চোট থেকে সেরে উঠে নিউজিল্যান্ড সফরে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেই সফর শেষ করে তিনি খেলতে যাবেন আইপিএলে।
এ অবস্থায় ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা প্রত্যেকে পাবেন ৩৫ লাখ টাকা করে। সোমবার হবে ডিপিএলের খেলোয়াড় ড্রাফট। যেখানে অংশ নেবে ১২টি ক্লাব।
এবার মাশরাফি ও মাহমুদউল্লাহ রয়েছেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন আরো ৯ জন। যাদের পারিশ্রমিকের পরিধি ধরা হয়েছে ২৫ থেকে ৩৫ লাখ টাকার মধ্যে। খেলোয়াড়ের মান এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ক্যাটাগরি ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।
ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইনচার্জ তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে জানান, ‘আমরা ৭টা ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক ঠিক করেছি। ‘এ’ প্লাস ২৫-৩৫ লাখ, ‘এ’২০-২৫ লাখ, ‘বি’ প্লাস ১৫-১৯ লাখ, ‘বি’ ১২-১৪ লাখ, ‘সি’ প্লাস ৮ লাখ, ‘সি’৫ লাখ এবং ‘ডি’ গ্রেডে ২-৪ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।’
মাশরাফি ও মাহমুদউল্লাহর পারিশ্রমিক ৩৫ লাখ হলেও ‘এ’ প্লাস ক্যাটাগতিতে থাকা এনামুল হক ২৬ লাখ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, ইমরুল কায়েস ও রুবেল হোসেন পাবেন ২৫ লাখ টাকা করে। নাসির হোসেন পাবেন ২৩ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে নাসিরের সমান পারিশ্রমিক পাচ্ছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম ও মোহাম্মদ মিথুন।
প্রথমবার প্রিমিয়ার লিগে খেলবে উত্তরা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি। নবাগত দুই ক্লাব ড্রাফটের আগেই দলে নিয়েছে তিনজনকে। ‘এ’ ক্যাটাগরি থেকে ২০ লাখ পারিশ্রমিকে সাব্বির রহমান, সানজামুল ইসলাম ও নাজমুল ইসলাম অপুকে দলে নিয়েছে উত্তরা। ৩ লাখ টাকা করে বিকেএসপি নিয়েছে আকবর আলি, শামিম হোসেন ও পারভেজ হোসেনকে।
Discussion about this post