সুপার লিগের আগের ম্যাচে আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছিল তারা। কিন্তু জয়ের ধারায় থাকতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মঙ্গলবার বিকেএসপিতে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তাদের ৭ উইকেটে হারাল মোহামেডান।
অবশ্য মাঠে আর মাঠের বাইরে নানা চাপ সামলে এখন খেলতে হচ্ছে রূপগঞ্জকে। দলের স্বত্বাধিকারি ও শীর্ষ ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ঠুকেছে বিসিবি। মাঠে ক্রিকেটাররা সঙ্গে থাকতে পারছেন না দলের কর্মকর্তারা। পুলিশ হানা দিচ্ছে বাড়িতে। অফিসে। এমন অবস্থায় ক্রিকেটে মনোযোগ রাখা কতটুকু সম্ভব?
সুপার লিগের এই ম্যাচে ২০৫ রানের লক্ষ্যে খেলতে নামে মোহামেডান। ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। নাইম ইসলাম করেন ৭৬। সায়েম আলমের ব্যাটে ৭৩।
এর আগে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ তুলে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান। সকালে কুয়াশার কারনে খেলা শুরু হতে দেরি হয়। তাইতো ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে করা হয় ৩৪ ওভার।
রূপগঞ্জের হয়ে আরো একবার হাসল জহিরুল ইসলাম অমির ব্যাট। তিনি করেন ৪৭ রান। সাকিব আল হাসান ২৮। মোশাররফ হোসেন রুবেল করেছেন ৩১ বলে ৩৬ রান।
এদিকে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৬ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কলাবাগান তুলে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান। জবাবে সেই সংগ্রহ ৩৭ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে টপকে যায় প্রাইম ব্যাংক।
Discussion about this post