নাজমুল হাসান পাপন কথা বলা মানেই নতুন কোন উত্তাপ। একদিন আগে ঠিক তাই হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বলেছিলেন, সিনিয়র ক্রিকেটাররা স্বেচ্ছায় সরে না দাঁড়ালে হস্তক্ষেপ করবে বোর্ড। এবার সেই সুরেই কথা বললেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার গণমাধ্যমে রাজ্জাক, ‘দেখুন, পাপন ভাই যেটা বলেছেন, এটা কিন্তু অযৌক্তিক না। পাপন ভাই কারো নাম ধরে বলেননি। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার।’ শ্রীলঙ্কার বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচের দিন মঙ্গলবার এই কথা বলেন তিনি। অনেকেই বলছেন পাপন ইঙ্গিত করেছেন মুশফিকুর রহিমের দিকে।
মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন। তামিম ইকবাল টি-টুয়েন্টি খেলছেন না। সাকিব আল হাসান টেস্টে নিয়মিত নন। এমন সময়ে একমাত্র মুশফিক খেলছেন সব ফরম্যাটে। অবশ্য রাজ্জাক বললেন, ‘আসলে সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানি না। মুশফিকের নাম তো উচ্চারণ করেননি। আমি আসলে জানি না। এটা সবার জন্য, যদি এরকম হয়, কেউ মনে করে, সে যেন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে।’
অবশ্য এর আগে নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আমাদের এই খেলোয়াড়দের আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নিক, যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততই ভালো। কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বলতে আমি না, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে।’
মুশফিককে নিয়ে নির্বাচকদের কী ভাবনা? এনিয়ে রাজ্জাক বলেন, ‘এখনো আসলে এরকম কোনো কিছু হয়নি। হলে অবশ্যই আমরা কথা বলব। কথা বলতে সমস্যা কিসের? যদি আমার কাছে মনে হয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা দরকার, কোনো সমস্যাই নেই। আমি মনে করি না কোনো সমস্যা আছে। যখন আমরা চিন্তা করব, সিদ্ধান্ত নেব নিশ্চিতভাবে আমরা কথা বলব।’
Discussion about this post