প্রাইমারি স্কুলের বাংলা বইতে অন্যতম ফুটবল গ্রেট ব্রাজিলের কিংবদন্তি পেলের জীবনবৃত্তান্ত জায়গা পেয়েছিল। এবার মাধ্যমিকের সপ্তম শ্রেণির ইংরেজি বইতে জায়গা হয়েছে একাধিক ক্রীড়াব্যক্তিত্বদের। দেশি-বিদেশি ব্যক্তিদের জীবনী আছে এতে। পেলে তো আছেনই, সঙ্গে আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাও। দেশ থেকে ফুটবল কিংবদন্তি কাজী সালাউদ্দিন, ক্রিকেটার সাকিব আল হাসান ও এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম বইয়ের পাতায়। তারপর আরও আছেন ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার ও অ্যাথলেট কার্ল লুইসসহ আরও একজন।ইংলিশ ফর টুডেতে লেসন পাঁচ-এ শিরোনাম দেওয়া হয়েছে-আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস। কাজী সালাউদ্দিন পাঠ্যবইতে তার জীবনী দেখে কাল বলেছেন-‘আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ।’
আর শিক্ষা মন্ত্রণালয় বলেছে-দেশের জন্য যাদের অবদান আছে তাদের পর্যায়ক্রমে পাঠ্যবইয়ের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। যেন ভবিষ্যত্ প্রজন্ম তাদের ভালোভাবে বুঝতে পারে।
Discussion about this post