আগস্টের ৩১ তারিখে ঢাকায় পা রাখার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু তার আগে দেশটি রীতিমতো টালমাটাল। তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই কাবুল থেকে বিমান যোগাযোগ বন্ধ। এ কারণে বাংলাদেশ সফরে আসতে পারছে না তাদের যুব দল।
এ অবস্থায় বিকল্প পথ বেছে নিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাসে পাকিস্তান গিয়ে সেখান থেকে ফ্লাইটে ঢাকায় আসার পরিকল্পনা করেছে এখন তাদের। এ কারণেই পাকিস্তানের ভিসা পাওয়ার অপেক্ষায় আছে।
বাংলাদেশের সঙ্গে আফগানদের যুব টেস্ট ও ওয়ানডে সিরিজ আগামী ৭ সেপ্টেম্বর। পরিবর্তিত পরিস্থিতিতে সিরিজ পিছিয়ে যাচ্ছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, পাকিস্তানের ভিসা পেলেই বাংলাদেশে আসবে তারা।
এই সিরিজ খেলতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার রোববার বলেন, ‘তারা এক সপ্তাহ দেরিতে এলেও আমাদের আপত্তির কোনো কারণ নেই। সেপ্টেম্বরে এমনিতেই আমাদের আর কোনো খেলা নেই। হাতে পর্যাপ্ত সময় তাই আছে। আমাদের ছেলেদের ম্যাচ অনুশীলন জরুরি। আফগানিস্তানও এই সিরিজের জন্য ট্রেনিং করেছে। আশা করি সিরিজটি হবে।’
এই সিরিজটির জন্যই গত ১৯ আগষ্ট থেকে সিলেটে জৈব-সুরক্ষা বলয়ে ক্যাম্প করছে বাংলাদেশের যুবারা। সিলেটে সিরিজের পাঁচটি যুব ওয়ানডে ও একটি যুব টেস্ট হওয়ার কথা।
Discussion about this post