ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল বিপিএলের সময়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মুশফিকুর রহিম জানিয়েছিলেন পাকিস্তান সফরে যাবেন না। সে কথা রেখেও ছিলেন তিনি। কিন্তু আগামী এপ্রিলে তৃতীয় ধাপে পাক সফরের দলে এ ডানহাতি ব্যাটসম্যানকে চেয়েছেন বিসিবি বস। যদি সম্ভব হয়, মুশিকে তিনি মুমিনুলদের সফর সঙ্গী হতে আহবান জানিয়েছেন। কিন্তু না। তেমনটা হচ্ছে। এবারও নিজের সিদ্ধান্তেই অনঢ় থাকছেন সাবেক এ অধিনায়ক। গতকাল ব্যাপারটি লিখিতভাবে বিসিবিকে জানিয়েছেন এ তারকা। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান।
পাকিস্তান সফরে দু’দফায় মুশফিককে না পেয়ে বেশ ভুগতে হয়েছিল বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পর টাইগাররা সিরিজের প্রথম টেস্টে হারে ইনিংস ব্যবধানে। তবে তৃতীয় ধাপে পাক সফরে তাকে পাওয়ার আশা করেছিল বিসিবি। কিন্তু এবার সরাসরি ‘না’ করেছেন তিনি। এ ব্যাপারে মুশি বলেন, ‘পাকিস্তান সফরে যাওয়া না যাওয়া নিয়ে আমি নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছি। পাকিস্তান সুপার লিগ থেকে প্রস্তাব এসেছিল এবং তারা জানতে চেয়েছিল আমি আমার নাম দেব কি না কিন্তু আমি সম্মতি জানাইনি। বোর্ডের অবশ্যই আমার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং আমি এমনকি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেও নাম দেইনি। ফলে এটা এখন পরিষ্কার যে আমি যাব না এবং ভবিষ্যতে এটা বদলানোর কোনো সম্ভাবনা নেই। যারা পাকিস্তান সফরে যাচ্ছে তাদের জন্য আমার শুভকামনা রইলো।’
এদিকে মুশির চিঠির ব্যাপারে বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে এবার লিখিতভাবে চিঠি দিয়েছে মুশফিক। ব্যক্তিগত কারণে সে পুরো পাকিস্তান সফরে অনুপস্থিত থাকবে ওই চিঠিতে জানিয়েছে সে।’
পাকিস্তান সফরে তৃতীয় ধাপে আগামী এপ্রিলে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে যাবে বাংলাদেশ দল।
Discussion about this post