ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার পাকিস্তানে টেস্ট মিশন। রাওয়ালপিন্ডিতে লড়াই শুরু ৭ ফেব্রুয়ারি। তার আগে মঙ্গলবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এই লড়াইয়ের আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচটাকেই প্রস্তুতি ম্যাচ বানিয়েছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সেই লক্ষ্যে বেশ সফল তারকারা।
পাকিস্তানে টেস্ট দলে থাকা নাঈম হাসান বল সাফল্য পেলেন। বিসিএলের প্রথম রাউন্ডের শেষ দিনে সোমবার এই অফ স্পিনার শিকার করেন ৬ উইকেট। দলে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন শতরান না পেলেও সাফল্য পেলেন।
ম্যাচে পূর্বাঞ্চলের ক্রিকেটাররা জয় নিয়ে মাঠ ছেড়েছে। মধ্যাঞ্চলকে হারিয়েছে তারা হারায় ইনিংস ও ৯ রানে।
ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রানে অলআউট হয়েছে মধ্যাঞ্চল। মিঠুনের ব্যাট থেকে আসে ৮৩ রান। ইনিংসে ছিল ১০ চার ও ১ ছক্কা। চার ও ৩ ছক্কায় তাইবুর ৬২ রান। পূর্বাঞ্চলের নাঈম শিকার করেন ৮৫ রানে ৬ উইকেট। ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে তরুণ অফ স্পিনার ৫ উইকেট পেলেন পাঁচবার।
রেকর্ড গড়া ৩৩৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন তামিম ইকবাল।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২১৩/১০
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৫৫৫/২ (ইনিংস ঘোষণা)
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ১০৯.২ ওভারে ৩৩৩ (আগের দিন ১১৫/৩) (সাইফ ৩৩, সৌম্য ৪, শান্ত ৫৪, রকিবুল ২৯, শহিদুল ১৬, মিঠুন ৮৩, তাইবুর ৬২, শুভাগত ৩৫, শুভ ৪, মুস্তাফিজ ২, মুকিদুল ২*; আবু জায়েদ ১৫-৩-৬৭-১, হাসান ১৬-৬-৪০-০, তাইজুল ৩৪.২-৭-৮২-২, রুবেল ১৫-৩-৫৫-১, নাঈম ২৯-৪-৮৫-৬)।
ফল: পূর্বাঞ্চল ইনিংস ও ৯ রানে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল
Discussion about this post