ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বরাবরই পাকিস্তানের প্রধান শক্তি পেস আক্রমণ। এবারো গতির ঝড়েই সাফল্য পেতে চাইছে দলটি। তাইতো এশিয়া কাপের জন্য ঘোষিত দলে আছেন দলে আছেন-ছয় পেসার ফাহিম আশরাফ, হাসান আলী, উসমান খান, মোহাম্মদ আমির, জুনাইদ খান, শাহিন শাহ আফ্রিদি।
এর মধ্যে বড় চমকের নাম শাহিন আফ্রিদি। ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা এই পেসার এরইমধ্যে নজর কেড়েছেন। গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দেখা গেছে তাকে। উচ্চতার সঙ্গে গতিতেও ঝড় তুলছেন তিনি। এবার ওয়ানডে দলে সুযোগ মিলল ১৮ বছর বয়সী এই পেসারের। যার মধ্যে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে দেখছেন পাকিস্তানি কোচ মিকি আর্থার।
এদিকে মঙ্গলবার ঘোষিত পাকিস্তানের এশিয়া কাপ দলে নেই মোহাম্মদ হাফিজ। জিম্বাবুয়তে টি-টুয়েন্টি সিরিজে তিনি থাকলেও সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে জায়গা পেলেন না। শান মাসুদ ফিরেছেন দলে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পুরস্কার পেয়েছেন তিনি। সবশেষ ১০ লিস্ট ‘এ’ ম্যাচে তিন শতরান ছাড়াও করেন ৫টি ফিফটি।
হাফিজের পাশাপাশি পাকিস্তান দলে নেই স্পিনার ইয়াসির শাহ।
এশিয়া কাপে পাকিস্তান মাঠে নামবে ১৬ সেপ্টেম্বর। দুবাইয়ে বাছাইপর্ব থেকে আসা দলের বিপক্ষে ম্যাচে শুরু মিশন। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ম্যাচ ১৮ সেপ্টেম্বর।
পাকিস্তানের এশিয়া কাপ দল-
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি, জুনাইদ খান, উসমান খান ও শাহিন শাহ আফ্রিদি।
Discussion about this post