কদিন আগে ঘোষিত এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান ক্রিকেটের এই দুই তারকা তখনই সমালোচনার কেন্দ্রে চলে এসেছিলেন। এবার আরও এক ধাক্কা-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করল ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি, যেখানে আর নেই কোনো ‘এ’ ক্যাটাগরি।
বাবর ও রিজওয়ানকে নেমে আসতে হলো ‘বি’ ক্যাটাগরিতে। একসময় যারা পাকিস্তানের ক্রিকেটে অপরিহার্য ছিলেন, তাঁদের নাম আজ পড়ছে দ্বিতীয় সারির তালিকায়। সঙ্গে আছেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ, ফখর জামানদের মতো তারকারা।
অন্যদিকে আলোচনায় উঠে এসেছেন নতুন মুখরা। ১২ জন ক্রিকেটার প্রথমবারের মতো ঢুকে পড়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। তাঁদের মধ্যে বিশেষভাবে নজর কাড়ছেন হাসান নাওয়াজ ও সালমান মির্জা।
হাসান নাওয়াজ পরিচিত ছক্কার মারকুটে হিসেবে-১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৯ চার আর ২৭ ছক্কাই প্রমাণ করে কতটা আক্রমণাত্মক ব্যাটার তিনি।
সালমান মির্জা আবার পেস আক্রমণে নতুন ভরসা। বাংলাদেশের বিপক্ষে অভিষেক সিরিজে মাত্র তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। চুক্তির এই রদবদল যেন ইঙ্গিত দিচ্ছে এক নতুন অধ্যায়ের। অভিজ্ঞরা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন, আর মঞ্চ পাচ্ছেন তরুণরা।
আগামী মাসেই শুরু হচ্ছে আফগানিস্তান ও আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, এরপর ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচই হয়তো হতে পারে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ মানচিত্র আঁকার দিন।
পিসিবির ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি
‘বি’ ক্যাটাগরি: বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি
‘সি’ ক্যাটাগরি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল
‘ডি’ ক্যাটাগরি: আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম
Discussion about this post