এ কারনেই তাদের বলা হয় ‘আনপ্রেডিক্টেবল।’ জেতা ম্যাচটাও হারতে জানে পাকিস্তান। আবার অসম্ভবকে সম্ভব করতেই দক্ষ দেশটির ক্রিকেটাররা।
রোববার সেই পাকিস্তানেরই দেখা মিলল। জেতা ম্যাচটাও হেরে গেল তারা। শেষ ওভারের নাটকীয়তায় জিতল অস্ট্রেলিয়া। মেডেন নিয়ে অস্ট্রেলিয়াকে ১ রানের স্মরনীয় এক জয় উপহার দিলেন গ্লেন ম্যাক্সওয়েল।
এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল অজিরা। আর তাতেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে গেল তারা।
রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়া। এরপর ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩১ রান তুলে তারা। স্টিভেন স্মিথ ৭৭ ও ডেভিড ওয়ার্নারের ৫৬ রান করেন।
৪০ রানে ৩ উইকেট নেন সোহেল তানভির।
জবাব দিতে নেমে শেষ বলে ২৩০ রানে অলআউট হয় পাকিস্তান।
ম্যাক্সওয়েলের করা শেষ ওভারে জিততে মাত্র ২ রান দরকার ছিল পাকিস্তানের। ২ উইকেট ছিল হাতে। তারপরও জেতা হল না।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৩১/৯ (ওয়ার্নার ৫৬, স্মিথ ৭৭, ফকনার ৩৩; তানভির ৩/৪০, আফ্রিদি ২/৪৪, আনোয়ার ১/৪১)
পাকিস্তান: ৫০ ওভারে ২৩০ (শেহজাদ ২৬, সরফরাজ ৩২, শফিক ৫০, শোয়েব ৩৪, আমিন ১৯; রিচার্ডসন ২/৩৬, ম্যাক্সওয়েল ২/৪১, ফকনার ২/৫২)
ফল: অস্ট্রেলিয়া ১ রানে জয়ী
সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০ তে জয়ী
Discussion about this post