বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভারতের ক্রিকেটারদের দেখা যায় না। এমন কী অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডেরও পাওয়া যায় না। ভরসা হয়ে থাকে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। কিন্তু এবার এমনটা নাও দেখা যেতে পারে। বিশেষ করে পাকিস্তানিদের বিপিএলে পাওয়া নিয়ে রয়েছে সংশয়।
পা কিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন নীতির কারণেই এমনটা হতে পারে। জানা গেছে, এক মৌসুমে একজন চুক্তিবদ্ধ পাকিস্তানি ক্রিকেটার দু’টির বেশি টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন না। এই নতুন নীতি অনুযায়ী মৌসুমে দু’টি লিগে খেলার অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে। এক্ষেত্রে ঘরোয়া লিগ পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এই দুই লিগের তালিকায় পড়লেই বিপাকে পড়বেন ক্রিকেটাররা। কারণ নতুন চালু হওয়া ‘টি-টেন’ লিগ এর সঙ্গে যুক্ত হলে বিপিএলে চুক্তিবদ্ধরা আসতে পারবেন না।
সঙ্গে পাকিস্তানি ক্রিকেটাররা বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ন্যাট ওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্ট, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগেও খেলছেন। এক্ষেত্রে বিপিএলে তারা নাও আসতে পারেন।
ক্রিকেটাররা দেশের বাইরে বিভিন্ন লিগে খেলে ক্লান্ত হয়ে পড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন একাডেমির প্রধান মুদাসসর নজর ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও ক্রিকেট অপারেশনের পরিচালক হারুন রশিদ।
এবার বিপিএল শুরু হতে পারে আগামী অক্টোবরে।
Discussion about this post