এশিয়া কাপ ক্রিকেটে শুভসূচনা হল শ্রীলঙ্কার। মঙ্গলবার ফতুল্লায় এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে তারা ১২ রানে হারিয়েছে পাকিস্তানকে।
টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে তুলে ২৯৬ রান। সেঞ্চুরি তুলে নিয়েছেন লাহিরু থিরামানে (১০২)। কুমার সাঙ্গাকারা করেছেন ৬৭ রান। ১৬১ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন দুজন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান বেশ লড়ছিল। কিন্তু মিসবাহ উল হক (৭৩) এবং উমর আকমলের (৭৪) ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু লাভ হল না। ৪৮.৫ ওভারে ২৮৪ রান তুলে অলআউট গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। লাসিথ মালিঙ্গা নেন ৫ উইকেট।
এখানকার উইকেট এমনিতেই ধীরগতির। পরের দিকে উইকেট আরও স্লো এবং লো-বাউন্সের হয়ে উঠতে পারে-এই চিন্তায় শ্রীলঙ্কা টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাছাড়া পাকিস্তান সবসময় রান তাড়ায় প্রায় সময় বিপদ ডেকে আনে-এই উদাহরনও বেশ ভালই জানা আছে শ্রীলঙ্কার। সেই পরিকল্পনায় তারা সফল।
ধারণা করা হচ্ছিল ইনজুরি সারিয়ে দলে ফিরে আসা মাহেলা জয়াবর্ধনে এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ইনিংস ওপেন করবেন। কিন্তু সেই পরিকল্পনায় কিছুটা বদল আনে শ্রীলঙ্কা। কুশল পেরেইরার সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন লাহিরু থিরিমানে।
পাকিস্তানের হয়ে আক্রমন শুরু করেন স্পিনার মোহাম্মদ হাফিজ।
এ নিয়ে বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। এর আগে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট ঢাকায় হয়েছে ১৯৮৮, ২০০০ ও ২০১২ সালে।
Discussion about this post