ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। দ্বিতীয় ম্যাচটিতেও ছিল দাপট। তবে এবার আর জেতা হয়নি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার ম্যাচের শেষ দিন পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করতেই ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। ১-০তে সিরিজ জিতলো টাইগার জুনিয়ররা।
ফতুল্লায় প্রথম তিনদিনের ম্যাচে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়া তারা। বুধবার শেষদিনে পাকিস্তানের যুবাদের ২৫৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতেই ড্র দুই দল ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৮৩ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৫৬ রানের লক্ষ্য পায় সফরকারীরা।মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৯ রানে দিন শেষ করে বাংলাদেশ। সে বুধবার ৬ উইকেট হারিয়ে আরো ১২৯ রান যোগ করে ইনিংস ঘোষণা করে তারা।
আইচ মোল্লা দুর্দান্ত ব্যাট করেন। খুলনায় তীব্র গরম উপেক্ষা করে করেন ৮৭ রান। খেলেন ১০৯ বল।দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে সাকিব শাহরিয়ারের ব্যাটে। রাফসান জনি ১২৫ বলে করেন ২৮ রান।
২৫৬ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ২৫ ওভার ব্যাট করে ১০৩ রান করে। সামির সাকিব ৩৫, মুহাম্মদ শেহজাদ ২৬, মুহাম্মদ ওয়াক্কাস ২৮ রান করেন। বাংলাদেশের ২টি উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বী।
অধিনায়ক রিহাদ খান ১ম ইনিংসে করেন ১২০ বলে অপরাজিত ১৩৬ রান। ম্যাচের সঙ্গে সিরিজসেরাও তিনি।
এবার ওয়ানডে সিরিজ লড়বে বাংলাদেশ-পাকিস্তানের জুনিয়র দল। ১১, ১৩ ও ১৫ মে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।
Discussion about this post