ভারতের পর এবার ওয়েস্ট ইন্ডিজও উড়িয়ে দিল পাকিস্তানকে। তাদের সহজেই ১৫০ রানে হারাল ক্যারিবিয়রা।
শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৬ উইকেট হারিয়ে তুলে ৩১০ রান। জবাব দিতে নেমে ৩৯ ওভারে ১৬০ রানে অলআউট পাকিস্তান।
আয়ারল্যান্ডের কাছে হারের ধাক্কা ভাল করেই সামলে নিল ক্যারিবিয়রা।
এদিন ওয়ানডেতে ব্যাট করতে নেমে সবচেয়ে বাজে শুরুর লজ্জায় ডুবল পাকিস্তান। মাত্র ১ রানে চার উইকেট হারায় তারা। এর আগে বাজে শুরুর বিশ্বরেকর্ড ছিল কানাডার। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রান তুলতে ৪ উইকেট হারায় তারা।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩১০/৬ (স্মিথ ২৩, গেইল ৪, ব্র্যাভো ৪৯*, স্যামুয়েলস ৩৮, রামদিন ৫১, সিমন্স ৫০, স্যামি ৩০, রাসেল ৪২*; হারিস ২/৬২, ইরফান ১/৪৪, ওয়াহাব ১/৬৭, সোহেল ১/৭৩)
পাকিস্তান: ৩৯ ওভারে ১৬০ (জামশেদ ০, শেহজাদ ১, ইউনুস ০, হারিস ০, মিসবাহ ৭, মাকসুদ ৫০, আকমল ৫৯, আফ্রিদি ২৮, ওয়াহাব ৩, সোহেল ১, ইরফান ২*; ৩/১৫, রাসেল ৩/৩৩, বেন ২/৩৯, হোল্ডার ১/২৩, স্যামি ১/৪৭)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে জয়ী
ম্যাচসেরা: আন্দ্রে রাসেল
Discussion about this post