ওয়ানডে ক্রিকেটে অনেক দিন ধরেই ভাল খেলছে বাংলাদেশ। সাফল্যও পাচ্ছে নিয়মিত। কিছুদিন আগেই দেশের মাঠে টাইগাররা হারিয়েছে আফগানিস্তানকে। সেই সাফল্যের রেশ ধরে রেখেই দক্ষিণ আফ্রিকাতেও চমক দেখিয়েছেন তামিম ইকবাল-তাসকিন আহমেদরা। প্রোটিয়াদের ওয়ানডে সিরিজে হারানোর পর আইসিসি র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে ছিল বাংলাদেশ দল। গত রাতে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হারায় আরও একধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
এখন আইসিসির ওয়ানডে দলের র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। এর আগে ২০১৭ সালে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়ে ছয়ে উঠেছিল টাইগাররা। পাঁচ বছর পর বাংলাদেশ আবার র্যাংকিংয়ের ছয়ে তারা।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে উঠল টাইগাররা। দুই দলের ওয়ানডে সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। করাচিতে প্রথম ম্যাচ হারে পাকিস্তান হারিয়েছে দশমিক ৫০ পয়েন্ট। ৩৬ ম্যাচে রেটিং পয়েন্ট ৯৩.০৬ বাংলাদেশের। ২৮ ম্যাচ খেলা পাকিস্তানের রেটিং পয়েন্টও ৯৩। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় তাদেরকে পেছনে ফেলল তামিমের দল।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন নিউজিল্যান্ড। এরপরই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৩ নম্বরে অস্ট্রেলিয়া।
এক নজরে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং
১. নিউজিল্যান্ড (রেটিং – ১২১)
২. ইংল্যান্ড (রেটিং – ১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং – ১১৭)
৪. ভারত (রেটিং – ১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং – ১০২)
৬. বাংলাদেশ (রেটিং – ৯৩)
৭. পাকিস্তান (রেটিং – ৯৩)
৮. শ্রীলঙ্কা (রেটিং – ৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং – ৭৭)
১০. আফগানিস্তান (রেটিং – ৬৮)
Discussion about this post