ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই অন্যরকম এক উত্তেজনা। ম্যাচ শুরুর আগেই উন্মাদনা উত্তাল করে দিলেও মাঠের লড়াই ঠিক জমল না। শুক্রবার ছুটির দিনের দুই চিরপ্রতিদ্ধন্দীর লড়াইটা হল একপেশে। আর তাতে ৯ বল হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিল ভারত। দারুণ এক জয় দিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হল মহেন্দ্র সিং ধোনির দলের।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার টেনের প্রথম ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। খেলতোে নেমে ৭ উইকেটে ১৩০ রান করে পাকিস্তান। দলের কোন ব্যাটসম্যানই নামের প্রতি সুবিচার করে খেলতে পারেনি। উমর আকমলের ব্যাট থেকে আসে ৩৩। আহমেদ শেহজাদের ব্যাট থেকে আসে ১৭ বলে ২২। শোয়েব মাকসুদ ১১ বলে করেন ২১ রান।
জবাবে খেলতে নেমে দুর্দান্ত সুচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা (২৪) এবং শিখর ধাওয়ান (৩০) করেন ৫৪ রান। যুবরাজ ১ রান করে ফিরে গেলেও লড়েছেন বিরাট কোহলি এবং সুরেশ রায়না। তাদের ব্যাটিংয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দল খেলে মাত্র ১৮.৩ওভার। কোহলি করেন ৩৬। রায়নার ব্যাট থেকে আসে ৩৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৩০/৭ (কামরান ৮, শেহজাদ ২২, হাফিজ ১৫, উমর ৩৩, মালিক ১৮, আফ্রিদি ৮, মাকসুদ ২১, বিলাওয়াল ০*; মিশ্র ২/২২, জাদেজা ১/১৮, ভুবনেশ্বর ১/২১, সামি ১/৩১)
ভারত: ১৮.৩ ওভারে ১৩১/৩ (রোহিত ২৪, ধাওয়ান ৩০, বিরাট ৩৬*, রায়না ৩৫*; বিলাওয়াল ১/১৭, আজমল ১/১৮)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অমিত মিশ্র
Discussion about this post