এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল তাই প্রস্তুতি নিচ্ছে নতুন ধারায়। বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি বাড়াতে কাজ করছেন ইংলিশ কোচ জুলিয়ান উড। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারার দক্ষতা উন্নয়নে ক্রিকেটারদের সঙ্গে তিনি কাজ করছেন। সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের সামনে এসে উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলি জানালেন, উডের সঙ্গে কাজের অভিজ্ঞতা ইতিবাচক।
জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে। কার কোথায় উন্নতি দরকার, কিভাবে শটের দূরত্ব বাড়ানো যায়, সেসব নিয়েই কাজ হচ্ছে।’
টাইমিং নির্ভর ব্যাটারদের জন্য আলাদা পরিকল্পনার কথাও শোনালেন তিনি, ‘টাইমাররা টাইমারই থাকবে। তবে যদি ৪-৫ মিটার বাড়ানো যায়, তাহলে যে বল আগে ধরা পড়ত, সেটা এখন ছক্কা হয়ে যাবে।’
উড ব্যবহার করছেন বিশেষ একটি ব্যাট-‘প্রো ভ্যালোসিটি’। ব্যাট ঘোরানোর সময় তৈরি হওয়া শব্দই বলে দেয় শটের শক্তি কতটা হলো। এই ব্যাট নিয়ে জাকেরের অভিজ্ঞতা, ‘যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে, সেটা বের করা গেলে ভালো লাগে। তবে সাউন্ডটা বের করতে অনেক এফোর্ট দিতে হয়। ধারাবাহিকভাবে করলে উপকার মিলবে।’
তবে অল্প সময়ে দৃশ্যমান উন্নতির আশা করছেন না জাকের, ‘এত দ্রুত পরিবর্তন হয় না। তবে সুইং প্র্যাকটিস, বিভিন্ন ড্রিল এগুলো আমাদের কাজে আসবে।’
পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করছেন ক্রিকেটাররা। ফিটনেস কোচ নাথান কেলির প্রশংসা করে জাকের বলেন, ‘কেলি আমাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে। কে প্রথম কে দ্বিতীয় সেটা গুরুত্বপূর্ণ না, বরং কে কতটা চেষ্টা করছে সেটা গুরুত্বপূর্ণ।’
Discussion about this post