ঈদের আগেই পাওনা দিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু ফ্রাঞ্চাইজিরা তথ্য-উপাত্ত না দেওয়ায় সম্ভব হয়নি। তারপর বেঁধে দেওয়া হয়েছিল ১৯ আগস্টের মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিকের দ্বিতীয় কিস্তির ২৫ ভাগ দিয়ে দেওয়া হবে। কিন্তু তাও হল না। নির্ধারিত সময়ের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল ওই অর্থ পরিশোধ করতে পারেনি।
প্রসঙ্গত, প্রথমবার ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে নানা অনিয়ম হয়েছে। ফ্র্যাঞ্চাইজিরা বারবার ‘দেব’ ‘দিচ্ছি’ করেও নানা টালবাহানায় দিতে অনেক দেরি করেছে। এবার সে অনিয়ম ও অস্বচ্ছতা কাটাতে তিন ভাগে পারিশ্রমিক শোধের নিয়ম করা হয়েছে। যার ২৫ ভাগ টুর্নামেন্ট শুরুর আগে বা চলাকালে। পরের ২৫ ভাগ টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর পরের ৫০ ভাগ ছয় মাসের মধ্যে। কিন্তু ভেতরের খবর-ঢাকা গ্ল্যাডিয়েটরস আর দুরন্ত রাজশাহী ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি ৫০ ভাগ অর্থ দেয়নি। তবে বিসিবির অ্যাকাউন্টস নিশ্চিত করেছে-বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি প্রথম কিস্তি শোধ করেছে। তাদের গড়িমসি দেখে বোর্ড ঈদের আগেই দ্বিতীয় কিস্তির ২৫ ভাগ অর্থ প্রদানের সিদ্ধান্ত নেয়। কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের সঙ্গে লেনদেনের হিসাব বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা না দেওয়ায় সে অর্থ দিতে বিপত্তি দেখা দিয়েছে। ঈদের আগে এ কারণে সম্ভব হয়নি। সবশেষে সোমবারও নাকি একই কারণে পেমেন্ট দিতে পারেনি বিপিএল কর্তৃপক্ষ।
বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা অকপটে স্বীকার করেছেন, ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে লেনদেনের হিসাব না পাওয়ায় এদিনও পেমেন্ট করা যায়নি। বলেন, ‘বেশিরভাগ ক্রিকেটারকেই ফ্র্যাঞ্চাইজিরা সরাসরি পেমেন্ট করেছে। তারা আমাদের কাছে ক্রিকেটারদের সঙ্গে করা লেনদেনের হিসাব জমা দেয়নি। তাই আমরা সমস্যার সমাধান করতে পারিনি।’ তবে আফজালুর রহমান সিনহা নিশ্চিত করেন, সব বিদেশি ক্রিকেটার আগস্টের মধ্যেই তাদের সমুদয় পাওনা বুঝে পাবে। তাদের বাকি অর্থ আমরা দিয়ে দেব। বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান দেশি ক্রিকেটারদের আগে বিদেশিদের পাওনা শোধ করার পক্ষে। এ সম্পর্কে তার কথা-‘আমরা বিদেশি ক্রিকেটারদের দিকেই একটু বেশি মনোযোগ দিচ্ছি। কারণ তাদের পাওনার সঙ্গে দেশের ক্রিকেটের ইমেজ জড়িত। তাই আমরা চাচ্ছি যে কোনো মূল্যে দ্রুত বিদেশিদের পাওনা শোধ করে দিতে।’
Discussion about this post