স্বপ্নের মতো এক সেশন! যেখানে সকালের আলো ছড়াতেই যেন উজ্বল হয়ে উঠল চারপাশ। হেসে উঠল তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাট। দু’জনই অনেক অনেক দিন পর উদ্বোধনী জুটিতে স্বস্তি এনে দিলেন। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে মঙ্গলবার তাদের ব্যাটেই হাসল বাংলাদেশ। ১৪২ বলে ৯ চারে তরুণ ওপেনার জয় খেলেন ৫৮ রানের ইনিংস। ৪৯ ওভার শেষে বাংলাদেশের রান সেই সময় ১ উইকেটে ১৬২।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মঙ্গলবার সকালে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে নামেন তামিম ও জয়। তৃতীয় সকালে জুটি অনায়াসেই দল পেয়ে যায় শতক। তার পথ ধরে শেষ হয় প্রতীক্ষার। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উদ্বোদনী জুটিতে শতরান এসেছে ৫ বছর ও ৬১ ইনিংস পর।
এর আগে উদ্বোধনী জুটিতে শতরান পায় ২০১৭ সালের মার্চে। তখনো প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কাই। গলে দলের বড় হারের ম্যাচে ১১৮ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও সৌম্য সরকার। সেই জুটিকে ছাড়িয়ে এবার তামিম-জয় গড়লেন ১৬২ রানের জুটি।
বিস্ময়কর হলেও সত্য টেস্ট ক্রিকেটে ২২ বছরে এটি ১৩১তম টেস্টে এবার নিয়ে উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি এসেছে অষ্টমবার। এরমধ্যে তামিম ইকবাল ৭টিতে, ১টিতে নাফিস ইকবাল ছিলেন একটিতে।
সেই ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ৮৩ ওভারে ১৩৩ রান যোগ করেন নাফিস ও জাভেদ। তার থেকে আছেনই তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে ১৬১ রানের জুটি গড়েন, ২০০৮ সালে।
এরপরের চার শতরান জুটিতে তামিমের সঙ্গী ইমরুল কায়েস। ২০১০ সালে ইংল্যান্ড সফরে টানা দুই টেস্টে লর্ডসে ও ওল্ড ট্র্যাফোর্ডে দুজন তুলেন ১৮৫ ও ১২৬ রানের জুটি। ২০১৪ সালে চট্টগ্রামেই জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রান। ২০১৫ সালে খুলনায় ৩১২ রানের জুটি গড়েন ইমরুল-তামিম। দলের দ্বিতীয় ইনিংসে যা টেস্ট ইতিহাসের প্রথম আর এখনও পর্যন্ত একমাত্র ট্রিপল সেঞ্চুরি জুটি।
২০১৭ সালে গলে তামিম-সৌম্য গড়েন ১১৮ রানের জুটি। অবশেষে এবার শতরানের জুটি গড়লেন তামিম-জয়! জয় ৫৮ রানে ফেরেন। তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি।
টেস্টে বাংলাদেশের শতরানের উদ্বোধনী জুটি
নাফিস ইকবাল–জাভেদ ওমর ১৩৩– জিম্বাবুয়ে — ২০০৫
তামিম ইকবাল-জুনায়েদ সিদ্দিক ১৬১ — নিউ জিল্যান্ড — ডানেডিন — ২০০৮
তামিম ইকবাল–ইমরুল কায়েস ১৮৫ — ইংল্যান্ড– লর্ডস– ২০১০
তামিম ইকবাল–ইমরুল কায়েস ১২৬–ইংল্যান্ড–ওল্ড ট্র্যাফোর্ড– ২০১০
তামিম ইকবাল–ইমরুল কায়েস ২২৪–জিম্বাবুয়ে — চট্টগ্রাম– ২০১৪
তামিম ইকবাল–ইমরুল কায়েস ৩১২ — পাকিস্তান– খুলনা — ২০১৫
তামিম ইকবাল–সৌম্য সরকার ১১৮ — শ্রীলঙ্কা — গল — ২০১৭
তামিম ইকবাল–মাহমুদুল হাসান জয় ১৬২–শ্রীলঙ্কা–চট্টগ্রাম– ২০২২
Discussion about this post