ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অধিনায়ক রশিদ খান আগে থেকেই আছেন শীর্ষে। বুধবার ঘোষিত আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা পেলেন আরেক আফগান ক্রিকেটার। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দুর্দান্ত পারফরম্যানসে ২৯ ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে মুজিব উর রহমান। বোলারদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক পিছিয়েছেন এক ধাপ।
অবশ্য সদ্য শেষ ত্রিদেশীয় সিরিজের পর আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন সাকিব। চার ইনিংসে করেন মোট ৯৬ রান। ৭০ রানের ইনিংস খেলেন চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। তার পথ ধরের্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিনি এখন ৩২ নম্বরে। একই অবস্থানে আরেক টাইগার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। সবশেষ ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে আছেন ৮০ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। এরপরই অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ডের কলিন মানরো তিন নম্বরে। আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই এরপরই। সদ্য অবসর নেওয়া জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ২২ নম্বরে থেকেই শেষ করলেন।
শীর্ষ পাঁচ ব্যাটসম্যান-
র্যাঙ্কিং | খেলোয়াড় | দেশ | রেটিং পয়েন্ট |
১ | বাবর আজম | পাকিস্তান | ৮৯৬ |
২ | গ্লেন ম্যাক্সওয়েল | অস্ট্রেলিয়া | ৮১৫ |
৩ | কলিন মানরো | নিউজিল্যান্ড | ৭৯৬ |
৪ | অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ৭৮২ |
৫ | হজরতউল্লাহ জাজাই | আফগানিস্তান | ৭২৭ |
শীর্ষ পাঁচ বোলার-
র্যাঙ্কিং | খেলোয়াড় | দেশ | রেটিং পয়েন্ট |
১ | রশিদ খান | আফগানিস্তান | ৭৫৭ |
২ | ইমাদ ওয়াসিম | পাকিস্তান | ৭১০ |
৩ | শাদাব খান | পাকিস্তান | ৭০৬ |
৪ | আদিল রশিদ | ইংল্যান্ড | ৭০২ |
৫ | মিচেল স্যান্টনার | নিউজিল্যান্ড | ৬৭৩ |
শীর্ষ পাঁচ অলরাউন্ডার
র্যাঙ্কিং | খেলোয়াড় | দেশ | রেটিং পয়েন্ট |
১ | গ্লেন ম্যাক্সওয়েল | অস্ট্রেলিয়া | ৩৯০ |
২ | সাকিব আল হাসান | বাংলাদেশ | ৩৫৫ |
৩ | মোহাম্মদ নবী | আফগানিস্তান | ৩৪৯ |
৪ | রিচি বেরিংটন | স্কটল্যান্ড | ২৫৩ |
৫ | মাহমুদউল্লাহ | বাংলাদেশ | ২৩৪ |
Discussion about this post