ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটাররা। দুই সপ্তাহর ক্যাম্প। যেখানে এবার পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে তরুণ ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে লড়বেন আফিফ হোসেন, আকবর আলীরা। সোমবার থেকে দুই দিনের ম্যাচ।
বিসিবি এইচপি স্কোয়াডের ২৬ ক্রিকেটার দুই ভাগে ভাগ হয়ে খেলবেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরমধ্যে ফিটনেস ও স্কিল ট্রেনিংয়েই গত কয়েকদিন কেটেছে তাদের। কোচ টবি র্যাডফোর্ডের ক্লাসে বেশ ব্যস্ততাতেই কেটেছে সময়। দুই দিনের প্রস্তুতি ম্যাচে শিষ্যদের দেখে নিতে চাইছেন তিনি।
সামনের ১২ নভেম্বর শেষ হবে এইচপি ক্যাম্প। ক্যাম্পে একটি একদিনের ম্যাচও খেলবেন আকবর আলীরা। সে প্রস্তুতি শুরু হবে ৪ নভেম্বর থেকে। লালের পর তারা হাতে নেবেন সাদা বল।
র্যাডফোর্ড জানাচ্ছিলেন, ‘আমি এরইমধ্যে বোর্ডকে জানিয়েছি, একদল খেলোয়াড় তৈরি করতে চাই যারা টেস্টের জন্যই মানানসই। ওরা টেকনিক্যালি শক্তিশালী হবে। ঘণ্টায় ৯০ মাইলের বলে টানা পাঁচ ঘণ্টা ব্যাটিং করতে পারবে এবং বোলিংয়ে লম্বা স্পেল করতে পারবে।’
কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, বেন স্টোকস ও স্টিভেন স্মিথের মতো করে গড়তে চান আকবর আলী-আফিফ হোসেনদের। দিনকয়েক আগে বলেন, ‘আমি পুরো সময়টিতেই ছেলেদের টেকনিক নিয়ে কাজ করব, ওদের পরীক্ষা নেব, টেস্ট মাচের স্বাদ দেওয়ার চেষ্টা করব। আমি কালকে একটি প্রেজেন্টেশনে ওদেরকে বলেছি, বিশ্বের সেরা সব ক্রিকেটারদের দিকে যদি তাকাও, কেন উইলিয়ামস, বিরাট কোহলি, বেন স্টোকস, স্টিভেন স্মিথ… ওরা সব সংস্করণে ভালো, কারণ ওরা টেস্টে ভালো। তাদের টেকনিকের মৌলিক ভিত মজবুত।’
Discussion about this post