বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আপাতত জাতীয় দলের বাইরে থাকছেন। ব্যক্তিগত কারণে তিনি বিসিবির কাছে ১৫ দিনের ছুটি নিয়েছেন। আগামী ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।
মিরাজ এবং তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। নতুন অতিথি আগমনের সময়ে পরিবারের পাশে থাকতে ছুটি নিয়েছেন এই তারকা ক্রিকেটার। এর ফলে আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি।
এই সিরিজে নেদারল্যান্ডস দল ২৬ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩০ আগস্ট। ১ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি ও ৩ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।
এদিকে আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে উইকেটের মান উন্নয়ন ও খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় দলের সামনে এখন ব্যস্ত সূচি। নেদারল্যান্ডস সিরিজ শেষে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ, এরপর আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ।
Discussion about this post